৫০ নয় ২৭- এ পা দিলাম : সালমান খান
হিসেব করলে সালমানের খানের বয়স ৫০ বছই হওয়ার কথা আজ। ১৯৬৫ থেকে ২০১৫। কিন্তু সালমান সেটা মানতে নারাজ। বললেন, ‘২৭-এ পা দিলাম। আমার মনে হয় ২৭ বছর বয়সটাই আমরা জন্য ঠিক। এই বয়সটা সবসময়ই আমার খুব পছন্দ। বয়স বাড়ছে তা নিয়ে আমার মধ্যে কোনো ভীতি নেই। যতই বাড়ুক, আমার বয়স সবসময়ই ২৭। তাই এটা নিয়ে ভয় পাই না। এটা আমার জীবনের একটা অংশ।’ জন্মদিনে বার্তাসংস্থা পিটিআইকে এসব কথা বলেন সালমান খান স্বয়ং।
বিখ্যাত লেখক সালিম খানের ছেলে সালমান খান তাঁর বলিউড ক্যারিয়ার শুরু করেন ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
এরপর সুরজ বারজাতিয়ার পরিচালনায় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে পা রাখেন সালমান খান। এই ছবিতে সালমানের চরিত্রের নাম ছিল ‘প্রেম’।
এরপর ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিগুলো দিয়ে বিংশ শতাব্দীর শেষ দশক মাতিয়ে রাখেন সালমান। রোমান্টিক হিরো হিসেবে তরুণদের আইকন হয়ে ওঠেন সালমান।
অভিনয়ের পাশাপাশি মানুষের সেবায় কাজ করছেন নিজের সংগঠন ‘বিইং হিউম্যান’-এর মাধ্যমে। যতই সমালোচনা থাকুক সালমানকে নিয়ে ভক্তদের কাছে সালমান সবসময়ই জনপ্রিয়। সালমানের স্টাইল সবসময়ই নিজেদের করে নিয়েছে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন