শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৬৫ বছরের বাছিরন নেছা পিএসসি পরীক্ষার্থী

বাছিরন নেছা

বাছিরন নেছা

বয়সের ভারে ন্যুব্জ। চামড়ায় ভাঁজ। সাদা চুল। কিন্তু দৃষ্টিশক্তি প্রখর। মনোবল তীব্র। এমন অদম্য শক্তিতে পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন বুঝে খাতায় উত্তর লেখায় ব্যস্ত মেহেরপুরের বাছিরন নেছা।

তিনি ৬৫ বছর বয়সে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় (পিএসসি) এবার অংশ নিয়েছেন। জেলা শিক্ষা বিভাগ বলছেন- বাছিরনের এমন দৃষ্টান্ত দেশের বয়স্ক শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করবে।

মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় বাছিরুনের বাড়ি। তিনি ওই গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এবার হোগলবাড়িয়া মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে বসে শিশুদের সাথে (পিএসসি) পরীক্ষা দিচ্ছেন।

বৃদ্ধ বয়স দেখে প্রথমে তাঁকে স্কুলে ভর্তি নিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। পরের বছর আবার গেলে তাঁর আগ্রহ দেখে স্কুলে ভর্তি নিতে বাধ্য হয়। ঝড়-বৃষ্টি, খরাতে অনেক শিক্ষার্থী স্কুলে না গেলেও তিনি নিয়মিত স্কুল গেছেন। শিশুদের সাথে গলাছেড়ে পড়াশুনা করেছেন। টিফিনের ফাঁকে শিশুদের সঙ্গে কানামাছি খেলতেন। ছুটির ঘণ্টা পড়লে সবার সঙ্গে গল্প আর মজা করতে করতে বাড়ি ফিরতেন।

বাছিরন নেছা জানান, সারাবছর মনোযোগ দিয়ে পড়েছি। প্রস্তুতিও ভাল। পরীক্ষা ও রেজাল্ট ভাল হবে আশা করছি।

তিনি আরও বলেন, স্কুল থেকে বাড়িতে গিয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা পড়তে বসি। পড়তে খুব ভাল লাগে। প্রতিজ্ঞা করেছি যতদিন শরীর চলবে, ততদিন পড়াশুনা চালিয়ে যাব।

স্কুলের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, ইচ্ছার কাছে লজ্জা নেই, শেখার কোন বয়স নেই। এটা চোখে আঙুল দিয়ে বাছিরন দেখিয়ে দিল। বাছিরনের পরীক্ষার প্রস্তুতি দেখে আমি খুশি। সে পড়াশনায় খুব ভাল এবং নিয়মিত স্কুলে আসেন। ছোট ছোট ছেলেমেয়েরা তাঁকে নানী বান্ধবী বলে ডাকে। পড়াশুনায় মনোযোগী। অল্পে সবকিছু বুঝতে পারে। সবসময় শুদ্ধ উচ্চারণে পড়া ও কথা বলেন। তবে বাংলা গল্প, কবিতা ও ইসলাম ধর্ম বিষয়ে বেশি আগ্রহী।

স্কুলের সহপাঠিরা বলেন, আমরা ক্লাসে বাছিরন নানীকে পেয়ে অনেক খুশি। তার সাথে খেলাধুলা করি। আমাদের নানি বান্ধবীর সাথে পড়ালেখা করতে ভাল লাগে। ক্লাসে তার সাথে অনেক মজা করি।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিক-উজ্জামান দ্য রিপোর্টকে জানান, বাছিরন নেছা পিএসসি পরীক্ষা দেবেন এটা উপজেলা শিক্ষা অফিসারকে জানাতে ওই স্কুলের প্রধান শিক্ষক প্রথমে ভয় পায়। মনে করেছিলেন বিষয়টাতে বিরক্ত হবেন শিক্ষা কর্তৃপক্ষ। কিন্তু বিষয়টা শোনামাত্রই আমরা বাছিরনের পিএসসিতে অংশ নেওয়ার সমস্ত প্রস্তুতি শেষ করতে নির্দেশ দেই। কেননা, বাছিরনের এমন অদম্য ইচ্ছা দেশের বয়স্ক শিক্ষা কার্যক্রমকে উৎসাহ জোগাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ