অক্ষয়ের ক্যারিয়ারে ‘এয়ারলিফট’ একটি মাইলফলক
অক্ষয়ের ব্যক্তিগত ক্যারিয়ারে ‘এয়ারলিফট’ ছবিটি একটি রেকর্ডের নামই বলা চলে! মুক্তির ১৭দিনে স্বদর্পে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। আর এরইমধ্যে অক্ষয়ের ব্যক্গিত ক্যারিয়ারে মাইলফলক হয়ে ধরা দিয়েছে ছবিটি।
রাজা কৃষ্ণ মেনন পরিচালিত জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও নিমরাত কৌর জুটির ছবি ‘এয়ারলিফট’ মুক্তি পেয়েছে গেল মাসের ২২ তারিখে। মুক্তির ১৭ দিনেও বক্স অফিসে ব্যাপক সাফল্য দেখিয়ে চলেছে ছবিটি। শুধু তাই না, ভারতের বক্স অফিসেই এরইমধ্যে ছবিটি আয় করে ফেলেছে একশো কুড়ি কোটি রুপিরও বেশি! যা অক্ষয়ের ক্যারিয়ারে অন্যতম একটি মাইলফলক হয়ে গেছে!
মুক্তির ১৭ দিনে ‘এয়ারলিফট’ আয় করেছে ১২১ কোটি রুপি। মনে করা হচ্ছে এই ছবিটি অক্ষয়ের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় পৌঁছে যাবে। এরআগে অক্ষয় অভিনীত মাত্র একটি ছবিই ‘এয়ারলিফট’-এর চেয়ে বেশি আয় করেছে, আর তা হল ২০১২ সালে নির্মিত জনপ্রিয় সিনেমা ‘রাউডে রাথুর’। ছবিটি ভারতে মোট আয় করেছে ১৩৩ কোটি রুপি।
এছাড়া অক্ষয় অভিনীত শত কোটি রুপি আয় করা সিনেমাগুলো হচ্ছে:
রাউডে রাথুর(২০১২): ১৩৩ কোটি রুপি
এয়ারলিফট(২০১৬): ১২১ কোটি রুপি(চলছে…)
হাউজফুল ২(২০১২): ১১৬ কোটি রুপি
হলিডে(২০১৪): ১১৩ কোটি রুপি
অক্ষয়ের ব্যক্তিগত রেকর্ড ছাড়াও ‘এয়ারলিফট”:
১. অক্ষয় কুমারের ক্যারিয়ারে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘এয়ারলিফট’।
২. প্রথম সপ্তাহে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে সেরা বিশের তালিকায় জায়গা করে নিয়েছে এয়ারলিফট।
৩. ভারতের রিপাব্লিক ডে’ উপলক্ষে মুক্তি পাওয়া যে কোনো সিনেমার মধ্যে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে ‘এয়ারলিফট’-এর অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে আছে সালমান খান অভিনীত ছবি ‘জয় হো’।
নব্বইয়ের দশকে কুয়েতে হামলা চালায় সাদ্দাম হোসেনের ইরাক সৈন্যরা। সে সময় যুদ্ধবিধ্বস্ত কুয়েতে আটকে পড়ে ১ লাখ ৮০ হাজার ভারতীয়। তাদের উদ্ধারে এগিয়ে আসেন রণজিৎ কাটিয়াল নামে এক প্রবাসী ভারতীয়। এরপর এয়ার ইন্ডিয়ার সহায়তায় ৪৮৮টি বিমানে দেশে ফিরিয়ে আনা হয় আটকে পড়া ভারতীয়দের। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এই ছবিতে রণজিৎ কটিয়ালের চরিত্রেই অভিনয় করেছেন অক্ষয় কুমার।। অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নিমরাত কৌর।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন