অজ্ঞান পার্টির খপ্পড়ে নিহত মুক্তিযোদ্ধা
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন। বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পথচারী সেলিম তাকে বঙ্গবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত মুক্তিযোদ্ধার শ্যালক জামাল-উর-রহমান জানান, আফতাব উদ্দিন রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগে ভাড়া বাসায় থাকেন। তিন নম্বর সেক্টরের এই মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা ভাতার টাকা তুলতে গাজীপুরের শ্রীপুরে গিয়েছিলেন। টাকা তুলে ঢাকায় ফেরার পথে তিনি বাসে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। পরে অচেতন অবস্থায় বাসচালক বঙ্গবাজার এলাকায় নামিয়ে দেয়।
তিনি আরও জানান, আফতাব উদ্দিনের মানিব্যাগ থেকে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে তাদের ফোন করেন সেলিম। খবর পেয়ে তারা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।
মোজাম্মেল হক জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন