অতিরিক্ত সাজের কারণে বাস থেকে নামিয়ে দেওয়া হলো কিশোরীকে
যুক্তরাজ্যের অতিরিক্ত সাজসজ্জার কারণে জাহরা সাদিক নামের এক এশীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিককে বাস থেকে নামিয়ে দিয়েছেন এক নারী কন্ডাক্টর।
অতিরিক্ত সাজসজ্জার কারণে এক কিশোরীকে বাস থেকে নামিয়ে দিয়েছেন এক নারী কন্ডাক্টর। যুক্তরাজ্যে বার্মিংহামে এই অদ্ভুত ঘটনার শিকার এশীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক জাহরা সাদিক।
গত সপ্তাহে বার্মিংহামে ন্যাশনাল এক্সপ্রেসের একটি বাসে চড়ে সিনেমা দেখতে যাচ্ছিলেন জাহরা। এ সময় বাসটির কন্ডাক্টর তাকে টিকিট দেখাতে বলে। কিশোরীদের জন্য কেনা টিকিটটি দেখার পর তার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন ওই কন্ডাক্টর। তিনি মনেন করেন জাহরার বয়স ১৫ নয় এবং সে নিজেকে শিশুদের মতো দেখানোর জন্য অতিরিক্ত সাজগোজ করেছে। এই ধারণা থেকেই জাহরাকে বাস থেকে নামিয়ে দেন তিনি। এরপর নিদিষ্ট গন্তব্যে পৌঁছতে পায়ে হেঁটে যাওয়ার পাশাপাশি ৩৫ পাউন্ড জরিমানাও গুনতে হয় জাহরাকে।
এ ঘটনার পর থেকে জাহরা বাসে চড়ার সময় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি সঙ্গে রাখার চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছেন তার চাচা নাভিদ সাদিক। ওই ঘটনার পর মিডল্যান্ডের ন্যাশনাল এক্সপ্রেসের অফিসে ফোন দেওয়া হলে তারা এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানায় বলেও তিনি জানিয়েছেন।
তবে পরবর্তী সময়ে সাংবাদিকরা বিষয়টি নিয়ে ন্যাশনাল এক্সপ্রেস কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা জানান, এ অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন