অধিনায়কত্ব ফিরে পেলেন অ্যারন ফিঞ্চ
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শ্রীলংকার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক মনোনীত হয়েছেন এ্যারন ফিঞ্চ। ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্যানেল তার নাম সুপারিশ করলে সিএ বোর্ড পরিচালকরা তা অনুমোদন দেয়।
মেলবোর্ন রেনেগেডসের এই অধিনায়ক এর আগে অস্ট্রেলিয়াকে ৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
ঘরের মাঠে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজে কয়েকজন অস্ট্রেলিয়ান তারকাকে দলে পাওয়া যাচ্ছে না। ভারতের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের কারণেই অসি দলকে নতুনভাবে সাজানো হয়েছে। সে কারণেই ফিঞ্চ অনেকটা দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দিবেন, যা তার জন্য একটা চ্যালেঞ্জও বটে। টি-টোয়েন্টি সিরিজে যারা খেলতে পারছেন না তাদের মধ্যে অন্যতম হলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।
এই সুখবর পাওয়ার পর ফিঞ্চ বলেছেন, “টি-টোয়েন্টি দলে ফিরতে পারাটাই আনন্দের। তার উপর স্টিভের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া বাড়তি দায়িত্ব। কিন্তু একটি কথা সবাইকে মনে রাখতে হবে দেশের হয়ে অধিনায়কত্ব করার সুযোগ যেকোন সময়ই আসতে পারে। সেজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এবারের দলটিতে তরুণদের নিজেদের প্রমাণের দারুণ একটি সুযোগ আছে। আমি মনে করি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটাই সবচেয়ে ভাল উপায়। ”
তিন ম্যাচের সিরিজটি আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মেলবোর্ন ক্রিকেট মাঠে শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি জিলংয়ের কারডিনিয়া পার্কে ১৯ ফেব্রুয়ারি ও এডিলেড ওভালে তৃতীয় ম্যাচটি ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন