অনলাইনে বন্ধুত্ব: হোটেলে রাতভর কিশোরীকে ধর্ষণ

সোশ্যাল মিডিয়া কাউকে সাফল্যের শিখরে নিয়ে যায়, তো আবার কারও সর্বনাশ ডেকে আনে৷ চ্যাটিং ওয়েবসাইটে বন্ধুত্ব করে ধর্ষিতা হল ১২ বছরের কিশোরী৷ এক হাজার মাইলেরও বেশি পথ অতিক্রম করে এসে কিশোরীকে ধর্ষণ করে তার সেই ‘পাতানো’ বন্ধু৷ নাম মার্ক গ্রিনাল৷ ইংল্যান্ডের একটি আদালতে মামলাটি বিচারাধীন৷
মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, কয়েকটি মেসেজেই জমে উঠেছিল তাদের বন্ধুত্ব৷ চ্যাটিংয়েই একে অপরের নম্বর নিয়েছিল তারা৷ মিষ্টি মিষ্টি কথায় কিশোরীকে সহজেই বশে এনে ফেলে মার্ক৷ এতটাই বিশ্বস্ত হয়ে উঠেছিল সে যে, ওই স্কুল ছাত্রী সাত-পাঁচ না ভেবে মোবাইলে নিজের নগ্ন ছবিও পাঠিয়ে দেয়৷
সেই ছবিকেই ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মার্ক৷ কিশোরীকে একাধিকবার তার সঙ্গে যৌনতার প্রস্তাব দেয় অভিযুক্ত৷ কিন্তু মেয়েটি তাতে রাজি হয়নি৷ রাগে তার নগ্ন ছবি একটি ওয়েবসাইটে পোস্ট করে দেয় মার্ক৷ পেজটির স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেয় কিশোরীর মোবাইলে৷
ভয়ে দিশাহারা হয়ে মার্কের সঙ্গে দেখা করতে রাজি হয় সে৷ লিভারপুলে নিজের বাড়ি থেকে প্রায় ১০০ মাইল দূরে নিউনিয়াটনের একটি হোটেলে এসে কিশোরীকে ধর্ষণ করে সে৷ জানা গিয়েছে, রাতে ধর্ষণের পর পরের দিন সকালে ফের কিশোরীকে যৌন মিলনের প্রস্তাব দেয় ২৬ বছরের যুবক৷ তার কথা মতোই কাজ হয়৷ তারপর একসঙ্গে স্নান করে হোটেল ছাড়ে দু’জন৷
পুরো ঘটনার কথা ফেসবুকের একটি মেসেজ থেকে জানতে পারেন ধর্ষিতার মা৷ তিনিই পুলিশে অভিযোগ দায়ের করেন৷ তারপরই গ্রেফতার করা হয় মার্ককে৷ তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত৷ মামলার পরবর্তী শুনানি আগামী মাসে৷
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন