অনশন করে খুঁজে পেলেন বর

প্রেমিকের বাড়িতে এক সপ্তাহ অনশনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে পেরেছেন এক এনজিওকর্মী।
আলোচিত এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বানছারাম গ্রামে।
অনশনকারী প্রেমিকার নাম সুরবালা রায়। তিনি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের সম্বারু চন্দ্র বর্মনের মেয়ে। আর প্রেমিকের নাম অমল চন্দ্র বর্মন। তিনি ডিগ্রী পাশ করে বর্তমানে বেকার আছেন। বর্তমানে তার পিতার নাম বাবা নিবারন চৌধুরী।
স্থানীয়রা জানায়, গত ৪ বছর ধরে অমলের সঙ্গে সুরবালার প্রেম চলছিল। এরমধ্যে গত এক বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে সুরবালার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন অমল।
বিষয়টি জানাজানি হলে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে ছেলের পরিবার তা প্রত্যাখ্যান করে।
এ অবস্থায় অমল নানা টালবাহানার পাশাপাশি অন্যত্র বিয়ে করার চেষ্টা চালায়। কোনো উপায় না পেয়ে গত ২৪ মে রাতে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান নেন সুরবালা। কিন্তু অমল কৌঁশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
অমলের পরিবারের লোকজন নানা কৌঁশল করেও তাকে বাড়ি থেকে বের করে দিতে ব্যর্থ হয়।
অন্যদিকে বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দেন অনশনকারী সুরবালা।
ঘটনা জানাজানি হলে প্রতিদিনই অনশনস্থলে লোকজনের ভীড় বাড়তে থাকে।
ঘটনাটি নিয়ে শহরজুড়ে তোলপাড় শুরু হলে উপায়ন্তু না পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম, সবুজ ও মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু প্রেমিক অমলকে হাজির করেন। এরপর তড়িঘড়ি করে বৃহস্পতিবার দু’জনের বিয়ে সম্পন্ন করেন।
প্রেমিকা সুরবালা রায় শিল্পী বলেন, দীর্ঘ সংগ্রামের পর বিয়ের পিঁড়িতে বসতে পেরে খুশি হয়েছি। আমি সবার কাছে আশীর্বাদ চাই যেন আমি আমার মনের মানুষকে নিয়ে সুখী হতে পারি।
জানতে চাইলে প্রেমিক অমল চন্দ্র বর্মন কোন কথা বলেননি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তাদের বিয়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বলেন, ছেলের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনাটি শোনার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন