অনাকাঙ্খিত শিশুর পিতৃত্ব অস্বীকার ইউপি সদস্যের

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্যের পরকীয়ায় প্রবাসীর স্ত্রী সন্তান প্রসব করেছেন। এ নবজাতকের পিতৃত্ব নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন সন্তানের মা।
সন্তানের পিতৃপরিচয় দেয়ার দাবি নিয়ে শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুল আরিফের কাছে ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানান ওই প্রবাসীর স্ত্রী।
জানা গেছে, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসিম একই এলাকার ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়লে ইউপি সদস্য নাসিমকে জানালে সে বিয়ের আশ্বাস দেয়। এছাড়া সরকারি চাল দেয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ারও আশ্বাস দেয় নাসিম।
১৪ ডিসেম্বর প্রসব বেদনা উঠলে মেম্বার নাসিম তাকে ইউনিয়নের পেশকারহাট সেবা মেডিকেল নিয়ে যায়। পরে তার সন্তান প্রসব হলে সাতবাড়িয়া ভাইয়ের বাসায় সন্তানসহ রেখে আসেন।
এ ঘটনা জানাজানি হলে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায় মেম্বার। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না।
তবে মেম্বারের স্ত্রী তার স্বামী নির্দোষ বলে দাবি করেন। তাকে ফাঁসাকে একটি চক্র এ বদনাম রটাচ্ছে বলে জানান।
এদিকে প্রবাসীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্যকে ডেকে বিয়ের ব্যবস্থা করাতে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমকে দায়িত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার।
ইউপি সদস্য বিয়ে না করলে ওই সন্তানের মাকে আইনের আশ্রয় নিতে বলেন শামছুল আরিফ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন