অনুশীলনে মাশরাফি-সাকিবরা
শুক্রবার ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ। সে ম্যাচে নিশ্চিত পথে থেকেও শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে মাশরাফিরা। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে দারুণ প্রত্যয়ী। সে লক্ষ্যে ম্যাচের দিন সকালে নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। দুপুর ১২টা থেকেই অনুশীলনে নামে টাইগাররা।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ দল। এরপরই মাঠে অনুশীলন করতে প্রবেশ করতে শুরু তারা। যথারীতি মাঠে সবার আগে প্রবেশ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। প্রথমে টিম বয় নাসিরকে নিয়ে ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপর মূল উইকেটের পাশে হ্যালসলের অধীনে দীর্ঘক্ষণ উইকেটকিপিং অনুশীলন করেন।
মুশফিক মাঠে ঢোকার একটু পরেই মাঠে প্রবেশ করেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তিনিও দীর্ঘক্ষণ অনুশীলন চালিয়ে যান। মাঠের অপর প্রান্তে ওয়ার্ম আপে ব্যস্ত থাকেন শফিউল-তাসকিনরা। এর প্রায় ২০ মিনিট পর মাঠে আসেন সাব্বির রহমান। তার একটু পরে আসেন নবীন তারকা মোসাদ্দেক হোসেন। এ দুইজনই দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে থাকেন। তাদের সঙ্গে পরে যোগ দেন নাসির হোসেন ও সৌম্য সরকার।
এ সময় পশ্চিম পার্শে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের নেতৃত্বে ওয়ার্ম আপ করে অন্যান্য খেলোয়াড়রা। মাঠের এক প্রান্তে ওয়ালশের অধীনে শফিউল-তাসকিনরা বোলিং অনুশীলন করেন। অপর প্রান্তে সামারাভিরার অধীনে ব্যাটিং অনুশীলন করেন তামিম-মাহমুদউল্লাহরা। এছাড়া ফিল্ডিং অনুশীলনও করেন সাকিব-নাসিররা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন