শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অফিসের বসকে হাতে রাখার এই ১১টি টিপ্‌স মনে রাখুন…

বসের হাতেই উন্নতির চাবিকাঠি। তাই বসকে খুশি রাখতেই হবে। কী কী করলে বসেদের হাতে রাখা যায় সে ব্যাপারে অল্প-বিস্তর জ্ঞান সকলেরই রয়েছে। এবেলা.ইন-এর পক্ষ থেকে রইল কিছু টিপ্‌স।

১) মাথা ঠান্ডা রাখুন
আপনার চারপাশে প্রলয় ঘটে গেলেও নিজের মাথা সব সময় ঠান্ডা রাখুন। বসেরা সব সময় সেই লোকজনদেরই পছন্দ করেন যাঁরা খুব বিগড়ে যাওয়া পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় কাজ করতে পারেন। তাঁদের উপরেই বসেরা বেশি নির্ভরশীল হয়ে পড়েন।

২) সহকর্মীর বদনাম করবেন না
সহকর্মীকে নিয়ে কাজ ছাড়া অন্য কোনও আলোচনা করবেন না বসের সঙ্গে। বস যদি জিজ্ঞাসা করেন ‘অমুক সহকর্মী কেমন মানুষ’ তবে বুদ্ধি করে প্রশ্ন এড়িয়ে যান। যদি ভাল কথা বলতে ইচ্ছে না হয় তো না বলুন তা বলে খারাপ কথা বলবেন না। ‘অমুক ভালই’ বলে চুপ করে যান। বস বুঝে যাবেন।

৩) দেরি করে অফিসে ঢুকবেন না
পাঁচ-দশ মিনিট দেরি হওয়া নিয়ে কেউ কিছু মনে করেন না কিন্তু তার বেশি দেরি করে অফিসে ঢোকা কোনও কাজের কথা নয়। এক-আধ দিন দেরি করে এলে কিছু হবে না কিন্তু মাসের মধ্যে ২০ দিনই দেরি করে ঢুকলে বস মুখে কিছু না বললেও মনে রেখে দেবেন। তার প্রভাব অনেক কিছুতেই পড়তে পারে।

৪) বসের প্রশংসা করুন মেপেঝুপে
তোশামোদী আর প্রশংসার মধ্যে পার্থক্য আছে। পঞ্চাশ বছর আগে শুধু তোশামোদে কাজ হত এখন আর সেই ওষুধ চলে না। বরং বেশি বেশি করে বসের সামনে তাঁর গুণগান করলে বসেরা বুঝতে পারেন আপনার আসল উদ্দেশ্য কী। সেক্ষেত্রে বস আপনাকে এড়িয়ে চলতেও পারেন। তাই মেপেঝুপে প্রশংসা করুন বসের।

৫) বসের ‘বস’-এর সঙ্গে খাতির বাড়ান
সব সময় অবশ্য এই সুযোগ আসে না কিন্তু সুযোগ পেলে তার সদ্ব্যবহার অবশ্যই করবেন। বসের উপরে যিনি নজর রাখেন তাঁর সঙ্গে এমনিই খেজুরে আলাপটা সেরে রাখবেন। তিনি যদি আপনাকে নামে চেনেন তো কথাই নেই। আর তিনি যে আপনাকে চেনেন বা আপনার সঙ্গে কথা বলেছেন বা বলেন, সেই কথাটা বসের কানে তুলে দিন। তবে এমনটা যেন না মনে হয় যে আপনি বসের ব্যাপারে তাঁর বসের কাছে খবর সরবরাহ করেন।

৬) বসের বন্ধু হয়ে যান
বসেরা অফিসে খুবই বিপন্ন বোধ করেন। অনেক সময় এই থেকেই রাগারাগি-চেঁচামেচি করে ফেলেন তাঁরা। একবার যদি বসের বন্ধু হয়ে যেতে পারেন তবে তো কথাই নেই। তা বলে সব বস বন্ধু হয় না। বস যদি দাম্ভিক, বদমেজাজি এবং জটিলমনস্ক সাইকো হয়ে থাকেন তবে কাজ ছাড়া অন্য কোনও কথা বলবেন না তাঁর সঙ্গে। কিন্তু বস যদি মানুষ হিসেবে ভাল হন, ভাল ব্যবহার করেন, তবে তাঁকে সুপরামর্শ দিন, তাঁর বন্ধু হওয়ার চেষ্টা করুন।

৭) কাজ নিয়ে আলোচনা করুন
কীভাবে আরও ভাল কাজ করা যায় সেই নিয়ে সুযোগ পেলেই আলোচনা করুন বসের সঙ্গে। কাজের প্রতি যাঁদের উৎসাহ রয়েছে তাঁদেরকে বসেরা পছন্দ করেন। নতুন নতুন আইডিয়া দিন বসকে। আপনি আপনার নিজের কাজ নিয়ে কী কী পরিকল্পনা করছেন, সেই নিয়ে কথা বলুন। বস মুখে না বললেও মনে মনে প্রশংসা করবেন আপনার উদ্যোগের।

৮) যখন-তখন ছুটি নয়
ঘন ঘন ছুটি নেওয়া কোনও বসই পছন্দ করেন না। এমার্জেন্সি ছাড়া ছুটি নেবেন না। চেষ্টা করবেন, হাফ-ডে লিভ নিতে। আপনি যে শেষ মুহূর্ত পর্যন্ত অফিসে আসার চেষ্টা করেন সেটা বোঝান।

৯) অফিসে বসে ফোন নয়
অফিসে বসে যাঁরা দীর্ঘক্ষণ ফোনে কথা বলে যান, তাঁদের অত্যন্ত অপছন্দ করেন বসেরা। খুব দরকারি ফোন এলে বা বেশিক্ষণ কথা বলাটা খুব জরুরি হলে বসকে বলে তবে ঘরের বাইরে গিয়ে কথা বলুন।

১০) মেল লেখার এক্সপার্ট হয়ে যান
ক্লায়েন্ট মেল হোক বা ইন্টারনাল মেল, যিনি খুব ভাল মেল লিখতে পারেন, বসেরা তাঁদের খুবই পছন্দ করেন। তাই এই ব্যাপারে আপনার দক্ষতা বাড়ান আর বস যদি আপনার এলেম দেখে খুশি হয়ে গুরুত্বপূর্ণ মেল আপনাকে লিখতে বলেন তবে বুঝবেন বসের প্রিয়পাত্র হয়ে উঠেছেন আপনি।

১১) কাজে খামতি নয়
আপনার কাজে যেন কোনও ভুল-ত্রুটি না থাকে, উদ্যোগেরও যেন অভাব না থাকে। বসের সঙ্গে গল্পগাছা করলেও এই বেসিক ব্যাপারটায় খেয়াল রাখুন। বসকে আঙুল তোলার সুযোগ দেবেন না এবং সহকর্মীদের কাছেও নিজের যোগ্যতা প্রমাণ করুন যাতে কেউ আপনার পিছনে, আপনার বিরুদ্ধে বসকে কিছু না বলতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়