অবশেষে তামিম বললেন ‘ক্রিকেটে রাতারাতি সব বদলানো যায় না’
‘আসলে ক্রিকেটে রাতারাতি সব বদলে ফেলা অসম্ভব। দেশের মাটিতে আমরা যে সাফল্য পাচ্ছি এটার জন্য প্রায় দশ বছর অপেক্ষা করতে হয়েছে। বিদেশি কন্ডিশনেও যদি আমাদের ভালো করতে হয়, নিয়মিত সফর করতে হবে খেলতে হবে।’
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
সমর্থকদের ধৈর্য ধরতে বললেন তামিম। ‘পাঁচ ম্যাচে সবকটি আমরা হেরেছি। এটা সত্যিই দুঃখজনক। সমর্থকরা কতটা হতাশ জানিনা। তবে কন্ডিশন যেহেতু ভিন্ন, তাই সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমার মনে হচ্ছে, স্কোয়াডে থাকা ২২ জনের ১০ জনই এমন কন্ডিশনে প্রথমবার খেলছে।’
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হারে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচও জিততে পারেনি সাকিব-তামিমরা।
প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি সকাল ৮টায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর খেলবে দুটি টেস্ট। ওয়েলিংটন প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। আর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন