অবশেষে ধরা পড়লো সেই হনুমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হোস্টেল থেকে অবশেষে ধরা পড়লো হনুমানটি।
রোববার বিকেলে রাবির রহমতুন্নেসা ছাত্রী নিবাসের বাথরুম থেকে হনুমানটিকে ধরেন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে এক মাসের বেশি সময় ধরে হনুমানটিকে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে।
রহমতুন্নেসা ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রী খাদিজা খাতুন জানান, ক্লাশ শেষ করে তিনি দুপুর ১টায় হলে ফিরেন। ওই সময় ৪ তলায় হনুমানটির উপস্থিতি টের পায় ছাত্রীরা। এর কিছুক্ষণ পরেই হুনুমানটি ২ তলায় নেমে আসে। দ্বিতীয় তলার ২৪১ নম্বর রুমের পাশের বাথরুমে হনুমানটি ঢুকে পড়ে। সেই সময় উপস্থিত ছাত্রীরা বাথরুমের দরজা বন্ধ করে দেন। ভেতরে আটকা পড়া হনুমানটি বাথরুমের বেসিন থেকে শুরু করে জানালার কাচ ভাঙচুর করে।
পরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ দিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে হনুমানটিকে খাঁচায় পুরতে সক্ষম হয়।
এর আগে সেপ্টেম্বর মাসে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা হনুমানটিকে খাঁচায় করে নওগাঁ থেকে রাজশাহী নিয়ে আসছিলেন। পথে রাজশাহী প্রবেশ করার মুখে হনুমানটি খাঁচা থেকে পালিয়ে যায়। এরপর থেকে নগরীর বিভিন্ন জায়গায় হনুমানটিকে দেখা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/05/1-38-622x350.jpg)
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/05/1-34-622x350.jpg)
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/04/1-15-622x350.jpg)
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন