অবশেষে বাড়ি ফিরেছেন শাহ আলম, কিন্তু….
ঈদ করেছেন বোনের সঙ্গে। কথা ছিল বিজ্ঞাপনের কাজটা শেষ হলেই বাড়ি ফিরবেন। ঈদের পর বাড়ি ফিরেছেন শাহ আলম। কিন্তু লাশ হয়ে। গতকাল শুক্রবার কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত হলে নিহত হন শাহ আলম।
আজ শনিবার শাহ আলমের মরদেহ পৌঁছায় তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজাপুর গ্রাম।
তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হেলিকপ্টারে কক্সবাজারে নামিয়ে ঢাকায় ফিরছিলেন শাহ আলম। একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন তিনি। সাকিব তাঁদেরই কাজে কক্সবাজার যান। ফেরার পথে কক্সবাজারের উখিয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
কান্নাজড়িত কণ্ঠে শাহ আলমের মামা শাকিল খান বলেন, আজ শনিবার দুপুর ১২টার দিকে শাহ আলমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় বাড়ির আঙিনায়। বুক চাপড়ে শাহ আলমের মা লতিফুন বেগম বিলাপ করছেন। তিনি বলছেন, ‘শাহ আলম কোথায় গেলি তুই বাবা।’
মাত্র দেড় বছর আগে শ্যামনগরের খানপুর গ্রামের মেয়ে রুমা খাতুনকে বিয়ে করেছিলেন শাহ আলম। ঢাকার যাত্রাবাড়ীতে বড় বোন সাবিনার বাসায় থাকতেন তাঁরা।
শাহ আলমরা দুই ভাই এক বোন। বড় ভাই রাশেদুল ইসলাম নিজ এলাকায় ব্যবসা করেন। বড় বোন সাবিনার বিয়ে হয়েছে।
বাড়িজুড়ে এখন মাতম। দলে দলে আসছেন গ্রামের মানুষ। বলছেন, ‘ওর মতো এমন ভালো ছেলে আর হয় না।’ গ্রামের স্কুলে প্রাথমিক শেষ করে বরেয়া হাইস্কুল থেকে এসএসসি পাস করেন শাহ আলম। তারপর কালীগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স করে সিএ করেছেন শাহ আলম।
শনিবার দুপুরে শাহ আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে বাড়ির পাশে রাজাপুর মসজিদের আঙিনায়। শেষ ভাদ্রের ভরা বৃষ্টির মধ্যেও জানাজায় হাজির হন অগণিত মানুষ। ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রউফ, ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুল খান, মো. আবু বকর, আবদুস সাত্তার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন