অবশেষে বিশ্বকাপে আসছে পাকিস্তান

নিরাপত্তার ইস্যুতে এর আগেও ভারত-পাকিস্তানের সিরিজ পিছিয়ে গেছে। অনেকটাই সম্ভাবনা সিরিজ না হওয়ার। সেই নিরাপত্তাই আবারও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফলে আফ্রিদিদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিজ দেশের সরকারের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান জানান, বিশ্বকাপে অংশ না নিলে বড় ধরনের আর্থিক জরিমানা গুনতে হবে পিসিবিকে। পরবর্তীতে পিসিবি জানায় বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আইসিসি থেকে কোন রকম চাপ সৃষ্টি হয়নি। তারা তাদের সরকারের কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষা করছে।
অবশেষে সেই ছাড়পত্র পেয়েছে পিসিবি। ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আর কোনো বাঁধা রইলো পাকিস্তানের। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমি পাকিস্তানের সরকারের প্রতি কৃতজ্ঞ যে তারা ভারত সফরে আমাদের সবুজ সংকেত দিয়েছে।
তবে বিশ্বকাপ চলাকালী আমরা আইসিসির কাছে আমাদের ক্রিকেটার ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা দাবী করবো।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন