অবশেষে ভিসা পেলেন বিশ্বের স্থূলকায় নারী

অবশেষে বিশ্বের স্থূলকায় নারীর চিকিত্সার জন্য ভিসা দেওয়ার সিন্ধান্ত নিয়েছে ভারত। জানা গেছে, ৩৬ বছরের মিশরীয় ওই নারী ভারতে চিকিৎসা করানোর জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা নাকচ হয়ে যায়। পরে তার চিকিত্সক টুইটারের এ ঘটনা জানালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভিসা দেওয়ার আশ্বাস দেন।
সোমবার মুম্বাইয়ের চিকিত্সক মুফি লাখদাওয়ালা সুষমা স্বরাজকে টুইটারে ইমান আহমেদ নামের মিশরীয় ওই নারীর কথা জানান। সেই দিনই মন্ত্রী তার আবেদনের উত্তর দেন। বর্তমানে কিডনির সমস্যা নিয়ে মন্ত্রী সুষমা স্বরাজও হাসপাতালে চিকিত্সা্ধীন।
প্রসঙ্গত, ৩৬ বছরের ইমানের ওজন বর্তমানে ৫০০ কিলোগ্রাম। আর এই ওজনের জন্য গত ২৫ বছর ধরে তিনি সজ্জাসায়ী এবং গৃহবন্দী হয়ে রয়েছেন। দিনের পর দিন ইমান যে রোগে ভুগছেন সেটির নাম এলিফেন্টটিয়েসিস। এই রোগের কারণে মানব শরীরে পানি জমতে শুরু করে। জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ওজন বাড়তে শুরু করে। মাত্র ১১ বছর বয়সে অসুস্থতার কারণে তাকে স্কুল ছাড়তে হয়। সেই থেকেই ইমান গৃহবন্দী হয়ে পড়েন। সূত্র: এই সময়।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন