বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবসর ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন মাশরাফি

হঠাৎ বজ্রপাতের মতোই এলো খবরটা। অবশ্য কলম্বোয় নাকি গুঞ্জন চলছিল আজ সকাল থেকেই; কিন্তু সেই গুঞ্জন যে সত্যি হয়েই ধরা দেবে, কেউ ভাবতে পারেনি। মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি ক্রিকেটকে গুডবাই জানিয়ে দেবেন, সেটা ঘূর্ণাক্ষরেও কেউ টের পায়নি; কিন্তু হঠাৎ করেই আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দীর্ঘ এক লেখা পোস্ট করেন মাশরাফি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপুল থারাঙ্গার সঙ্গে টস করতে নেমে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দিয়েই দিলেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

কেন হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাশরাফি? উত্তরটা জানিয়েছেন তিনিই। জানান, তরুণ উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দেয়ার জন্যই এ অবসরের ঘোষণা তার। লঙ্কানদের বিপক্ষে আগামী বৃহস্পতিবারই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি।

টসের সময় আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেয়ার আগে মাশরাফি ফেসবুকে দেয়া স্ট্যাটাসে একটি লম্বা বক্তব্য দেন। বিসিবি, সতীর্থ, বন্ধু, পরিবারের সদস্য এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান মাশরাফি। আবার একই সঙ্গে নতুন অধিনায়ককে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলেন। ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো…

‘বাংলাদেশ টিমকে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল-এ ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য।

Mash

এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদের কে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যান এর কাছে তাদেরকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভাল ক্রিকেট খেলবে।

আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়, যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশ এর টি-টোয়েন্টি টিম এর নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।

শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি