অবিশ্বাস্য হারের ম্যাচে মাশরাফির দুরন্ত কামব্যাক

নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য হারের ম্যাচে মাশরাফির দুরন্ত কামব্যাক করলেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। নেলসনের ব্যাটিং বান্ধব উইকেটে প্রথমে বল হাতে রীতিমতো আগুন ছড়িয়েছেন টাইগার অধিনায়ক। ১০ ওভারে তিন উইকেট নিলেও কিউই ব্যাটসম্যানদের বুক কাঁপিয়েছেন প্রায় প্রতি ডেলিভারিতে।
বল হাতে শুরু এবং শেষটা করেছেন মাশরাফিই। মার্টিন গাপটিলকে দিয়ে শুরু আর শেষে নিক ফার্গুসনের উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সফল থাকেন মাশরাফিই।
প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ওভার প্রতি রান দিয়েছিলেন ছয়ের উপরে। মোট ৬১ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। আর দ্বিতীয় ম্যাচে এসে রান দিয়েছেন ওভার প্রতি পাঁচেরও নিচে।
প্রথম ম্যাচেরটা পুষিয়ে দিতেই প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন মার্টিন গাপটিলকে। ওভারের তৃতীয় বলে জোড়ালো আবেদন করেও সফল হননি। কিন্তু পরের বলে আবারও একই কাণ্ড। এবার আর হতাশ হতে হয়নি বাংলাদেশ অধিনায়ককে।
প্রথম স্পেলে অসাধারণ বোলিং করেন মাশরাফি। ৪ ওভারে ১মেডেনসহ ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। দ্বিতীয় স্পেলের তিন ওভারে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। তৃতীয় স্পেলে দুই ওভারে ১২ রান দিলেও কাজের কাজটি আগেই করে ফেলেছিলেন তিনি। এই স্পেলেও অবশ্য একটি উইকেট নেন মাশরাফি।
এদিন নিজে দুর্দান্ত বোলিং করার পর বোলিং পরিবর্তনেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন মাশরাফি। অধিনায়কের ডাকে সাড়া দিয়ে নিজেদের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেছেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় বোলার এবং অধিনায়ক মাশরাফির দুরন্ত কামব্যাকটাও ফিকে হয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন