‘অবৈধ’ প্রেমের শাস্তি, মাথা মুড়িয়ে, কালি মাখিয়ে, গ্রাম ঘুরিয়ে

‘অবৈধ’ প্রেমের অভিযোগে যুগলের মাথা মুড়িয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরালো গ্রামবাসীরা। প্রেমদিবসে এমন ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দু’জনেরই নিজেদের পরিবার রয়েছে। তা সত্ত্বেও নিজেদের মধ্যে ‘সম্পর্ক’ গড়ে তুলেছে তাঁরা। আর প্রেমদিবসে ‘অভিযুক্তদের শাস্তি’ দিতেই এই নিদান দিয়েছে গ্রামবাসীরা।
ঠিক কী ঘটেছিল?
সন্দেশখালির বেড়মজুর পঞ্চায়েতের ঝুপখালি গ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকায় বাস বছর চল্লিশের ওই যুগলের। স্থানীয়েরা জানিয়েছেন, তাঁদের দু’জনেরই সন্তান-সন্ততি ও পরিবার রয়েছে।
গত ২০০৯ সালের আয়লার দুর্যোগের ফলে অন্যদের সঙ্গে তাঁরাও ওই এলাকা ছে়ড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। দুর্যোগের পর অন্যরা ফিরে এলেও গ্রামে দেখা পাওয়া যায়নি ওই দু’জনের।
গ্রামের লোকেরা ধরেই নেন, তাঁরা অন্যত্র সংসার পেতেছেন। কিন্তু, সকলকে অবাক করে বছর দুই আগে ফেরে গ্রামে ফিরে আসেন তাঁরা। এ বার তাঁদের নিয়ে গ্রামে সালিশি বসে। সালিশিতে নিজেদের পরিবারের দায়িত্ব নিতে বলা হলেও তা অগ্রাহ্য করে ফের গ্রাম ছাড়ে ওই দু’জন। গত শুক্রবার ফের গ্রামে ফিরে আসে তাঁরা।
এর পরই গ্রামের মহিলারা একত্র হয়ে স্থির করেন, প্রেমদিবসেই ‘শাস্তি’ দিতে হবে তাঁদের। রবিবার সকালে ওই দু’জনের মাথা মুড়িয়ে ফেলে মুখে চুনকালি মাখিয়ে দেন গ্রামবাসীরা। এর পর ওই অবস্থাতেই গ্রামের রাস্তায় ঘোরানো হয়। গোটা ঘটনায় নিজেদের ‘নির্দোষ’ বলে দাবি করে ওই যুগল অবশ্য জানিয়েছেন, প্রেম নয়, কাজের সুবাদেই বেঙ্গালুরুতে এত দিন ছিলেন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন