অভিনেতা থেকে নেতা সুরঞ্জিত
সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বরেণ্য রাজনীতিক, বিশিষ্ট পার্লামেন্টরিয়ান, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। তার মৃত্যুতে সহপাঠীরা শোকে মুহ্যমান। রোববার তাদের সঙ্গে কথা বলতে গেলে অনেকেই শোকে স্তব্ধ হয়ে পড়েন। তাদের কথায় উঠে আসে একজন সুরঞ্জিত সেনগুপ্তের শিক্ষা, রাজনীতি ও ব্যক্তিজীবনের অনেক প্রসঙ্গ। তারা জানান, সুরঞ্জিত সেন ছাত্রজীবনে নাটকে অভিনয় করতেন, ছিলেন অভিনেতা। সেখান থেকেই ক্রমে রাজনীতির পথ বেয়ে তিনি হয়ে ওঠেন বিশাল নেতা।
উপমহাদেশের বাম রাজনীতির কিংবদন্তি কমরেড বরুণ রায়ের স্ত্রী শিলা রায় যুগান্তরকে বলেন, আমার বিয়ের দিন থেকেই সুরঞ্জিত সেনগুপ্তকে আমি চিনতাম। তার বাসায় অনেক গিয়েছি। তিনিও আমাদের বাসায় অনেকবার এসেছেন। আমার স্বামী বরুণ রায়ই সুরঞ্জিত সেনগুপ্তকে রাজনীতিতে এনেছিলেন। খুবই খোলা মনের মানুষ। রসিকপ্রিয় রাজনীতিক। অতিথি আপ্যায়নে ছিলেন অত্যন্ত আন্তরিক। বিজ্ঞ মনের মানুষ, তুখোড় বক্তা, জনদরদী, বড় মনের মানুষ ছিলেন সুরঞ্জিত। সব শেষে বলেন, সুরঞ্জিতের কথা কি মোবাইল ফোনে বলে শেষ করা যায়। একদিন আসবেন অনেক কথা আছে।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, এমসি কলেজে সুরঞ্জিত সেনগুপ্ত ও আমি একসঙ্গে পড়াশোনা করেছি। আমি বিজ্ঞানে এবং সে মানবিকে পড়াশোনা করত। পড়াশোনার ফাঁকে দিরাই হাইস্কুলেও কিছুদিন শিক্ষকতা করেছেন সুরঞ্জিত। ’৬৯-এর নির্বাচনে এমপি হলেও ’৭৩ সালে এমপি হতে পারেননি রহস্যজনক কারণে। পরে আওয়ামী লীগে যোগ দেন সুরঞ্জিত। সাবেক কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার করা হলে তার পরামর্শকের দায়িত্ব দেয়া হয় সুরঞ্জিত সেনগুপ্তকে। তখন পার্লামেন্ট ভবনে তিনটি কক্ষ বরাদ্দ ছিল সুরঞ্জিত সেনগুপ্তের জন্য। ওখানে তিনি সকাল ১০টায় গিয়ে ঢুকতেন। বের হয়ে আসতেন রাত ১০টায়। সংবিধান ও সংসদ এ দুটি বিষয়ে বিজ্ঞ হওয়ার কারণেই তাকে এই দায়িত্ব দেয়া হয়েছিল। আইনবিদ্যায় পড়াশোনার পর ঢাকা বারে যোগ দেন সুরঞ্জিত। প্র্যাকটিস করেন হাইকোর্টে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত বলেন, ১৯৬৩ সাল থেকে সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আমার পরিচয় ও সম্পর্ক। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম। সুরঞ্জিত সেনগুপ্ত পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। Jugantor
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন