শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অভিযোগ উঠেছে নামী দামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বাংলাদেশে এবার টাকার বিনিময়ে সেরাদের তালিকায় নাম লেখানোর অভিযোগ উঠেছে নামী দামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুধুমাত্র বাণিজ্যের আশায়ই সেরাদের তালিকায় নাম লেখাতে এ অপকৌশলের আশ্রয় নিচ্ছে এসব প্রতিষ্ঠান। আগে টাকার বিনিময়ে পরীক্ষার আগে প্রশ্নফাঁস, পছন্দমতো প্রতিষ্ঠানে কেন্দ্র নির্ধারণের অভিযোগের কথা শোনা গেলেও এ বছর এসএসসির ফলাফল ঘোষণার পর এ প্রক্রিয়ায় সেরাপ্রতিষ্ঠানের তালিকায় নাম লেখানোর অভিযোগ ওঠছে জোরেসোরে। বিষয়টি স্বীকার করে, এই অসুস্থ প্রতিযোগিতার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজেই। দুটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে ভবিষ্যতে সেরা প্রতিষ্ঠানের তালিকা না করার ঘোষণাও দেন তিনি।

এ প্রসঙ্গে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, এদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ওপর এত বেশি গুরুত্ব দেয়া হয়, যা পৃথিবীর অন্য কোথায় দেয়া হয় না। ফলে শিক্ষার্থী ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতায় নামে যেভাবেই হোক সেরা প্রতিষ্ঠান হতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কোচিং বাণিজ্য এ দেশে যেভাবে চলে তাও কোন দেশে দেখা যায় না। উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় থাকেন রাজনৈতিক শীর্ষ ব্যক্তিরা। যার কারণে প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তাছাড়া সমাজে যে সততার অভাব দেখা দিয়েছে, শিক্ষাক্ষেত্রে তারই প্রমাণ মিলছে বলে মনে করেন এ শিক্ষাবিদ।

অবস্থার পরিবর্তনে সেরা প্রতিষ্ঠানের তালিকা বন্ধ করে দেয়াকে সমর্থন জানিয়েছেন সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি আরও বলেন, অনিয়ম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অনিয়মের প্রমাণ পেলে শাস্তি পাবে প্রতিষ্ঠান, এটা সবাইকে জানিয়ে দিতে হবে। কোচিং বাণিজ্য বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে রাজনীতিকদের না রাখা, এমসিকিউ পদ্ধতি বাতিল ও সৃজনশীল পদ্ধতিকে আরও সুন্দর করতে হবে। সেই সঙ্গে গ্রাম থেকে শহর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এ শিক্ষাবিদ।

এরই মাঝে অসৎ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে এক শ্রেণীর কলঙ্কিত শিক্ষকের অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পাবলিক পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি তুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।রেডিও তেহরান

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার