বুধবার, মে ১৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অভিষেক হলেই চ্যালেঞ্জ ছুড়বে মিরাজ

আজই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছেন মাশরাফিরা। এই ম্যাচে ওয়ানডে ক্যাপ পেয়ে যেতে পারেন মেহেদি হাসান মিরাজ। যদিও অধিনায়ক গতকাল সিরিজ- পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে রহস্য রেখে দিয়েছেন।

সিরিজ- পূর্ব সংবাদ সম্মেলনেই মাশরাফিকে জিজ্ঞেস করা হয়েছিলো মিরাজের অভিষেক বিষয়ে। উত্তরে অধিনায়ক বলেন, ‘এটা তো আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমার একার সিদ্ধান্ত এখানে বলার সুযোগ নেই। মিরাজের ওয়ানডে অভিষেক হবে কিনা, সেটা দেখতে তাই কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

মাশরাফি যতোই অপেক্ষা কথা বলেন না কেনো, মিরাজের যে আজ অভিষেক হচ্ছে, সেটা প্রায় নিশ্চিত। শেষ মুহূর্তে দলের সিদ্ধান্ত না বদলালে আজই রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে খেলতে নেমে যেতে পারেন মেহেদি। হঠাৎ করে তাকে শ্রীলঙ্কা উড়িয়ে নিয়ে নিশ্চয় বসিয়ে রাখা হবে না!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচ খেলানোর পরই মিরাজকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে এসে তিনি ইমার্জিং এশিয়া কাপের প্রস্তুতি শুরুর চিন্তা করছিলেন। তার আগে ছোট একটা ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন খুলনা, নিজের বাড়িতে।

সেখান থেকেই তাকে জরুরি তলব করা হয় শ্রীলঙ্কা থেকে। ২৪ ঘণ্টার মধ্যে খুলনা থেকে উড়ে শ্রীলঙ্কার ডাম্বুলায় চলে যান মিরাজ। যোগ দেন দলের সঙ্গে। মিরাজকে এমন হঠাৎ করে শ্রীলঙ্কায় ডেকে নিয়ে যাওয়ার মূল কারণ— শ্রীলঙ্কা স্কোয়াডে বাঁহাতি ব্যাটসম্যানদের সম্মেলন। মিরাজ ডানহাতি অফস্পিনার বলে বাঁহাতিদের জন্য তাকে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং।

এ ব্যাপারটা মাথায় রেখেই মূলত শুভাগত হোম চৌধুরীকে দলে নিয়েছিলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু তার যে সাদামাটা পারফর্ম্যান্স, তাতে মনে হয় না এই সিরিজের কোনো ম্যাচে তার জায়গা হবে।

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিরাজ এখন পর্যন্ত মোট টেস্ট খেলেছেন সাতটি। তাতে শিকার মোট ৩৫ উইকেট! টেস্টে অবিশ্বাস্য বোলিং করে অভিষেক সিরিজেই ইংলিশদের হারান মিরাজ। তখনই মূলত তাকে ওয়ানডে দলে নেয়ার কথা শুরু হয়ে যায়।

মিরাজ লিস্ট- এ খেলেছেন ২৭টি। তাতে তার উইকেটও ২৭টি। লিস্ট- এতে বল হাতে তেমন কোনো চমক দেখাতে পারেননি মিরাজ। ওয়ানডেতে তিনি কেমন করবেন, তা নিয়ে একটু সংশয় তাই থাকছেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির