সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অভিসারের নামে উপাধ্যক্ষের মেয়ের কাণ্ড!

রাজশাহী পুঠিয়া লস্করপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তার বাড়িতে চার শিক্ষার্থীকে কৌশলে জিম্মি করে মোটা অংকের টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এমনকি শিক্ষার্থীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, তাদেরকে বাসার ছাদে হাত-পা বেঁধে নির্যাতনেরও অভিযোগ উঠেছে।

পরে রাজশাহী কলেজের তিনজন ও নর্দান বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী ও পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় অবস্থিত লস্করপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রেফেকাতুল্লাহ বাচ্চুর কলেজ পড়ুয়া মেয়ের সূত্র ধরে অভিসারে আসে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওসমান গনি (২২), একই বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্রী ও নর্দান বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাসের তৃতীয় বর্ষে ছাত্র রুবায়ের আরেফিন (২২)।

এক পর্যায়ে অভিসারের সুযোগ দিয়ে অপ্রীতিকর অবস্থায় ওই উপাধ্যক্ষ ঘরের মধ্যে ছাত্র-ছাত্রীদের জিম্মি করে মোটা অংকের টাকা দাবি করেন। ছাত্র-ছাত্রীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই উপাধ্যক্ষ বাড়ির অন্য সদস্যদের দিয়ে শিক্ষার্থীদের বাড়ির ছাদে বেঁধে রেখে শারীরিক নির্যাতন চালায়।

এক পর্যায়ে এলাকাবাসী টের পেলে মঙ্গলবার সন্ধ্যায় থানায় খবর দেন ওই উপাধ্যক্ষ। পরে পুলিশ ওই চার শিক্ষার্থীকে পুঠিয়া থানায় নিয়ে আসে।

আটককৃত এক শিক্ষার্থী বলেন, ‘ওই উপাধ্যক্ষর রাজশাহী কলেজ পড়ুয়া মেয়ে আমাদেরকে প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে আনে। পরে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়।’

তিনি বলেন, ‘ওই সময় আমাদের চারজনের মধ্যে তিনজনই মাতাল হয়ে পড়ি। এরপর কয়েকজন লোক আমাদেরকে বাড়ির ছাদে তুলে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মারধর ও টাকা দাবি করেন। আমরা টাকা দিতে অস্বীকার করলে তারা আমাদের পুলিশের হাতে তুলে দেয়।’

এ বিষয়ে লস্করপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রেফেকাতুল্লাহ বাচ্চুর মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ঝামেলায় আছি, পরে কথা বলবো বলে ফোনের লাইন কেটে দেন।’

তবে তার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে কথা বলতে কয়েকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

চার শিক্ষার্থীকে থানায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘যেহেতু তারা শিক্ষার্থী, তাই তাদের পরিবারে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়

বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন

  • প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
  • বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন
  • গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে
  • বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
  • ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !
  • নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
  • এবার রাজশাহীতে এবার রান্নাঘরে ১২৫ গোখরা
  • রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
  • বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩