অমর একুশে বইমেলায় মিলছে বিস্ময় বালক ‘কাটার মাস্টার মোস্তাফিজ’ – মূল্য ২০০ টাকা

অমর একুশে বইমেলায় মিলছে ক্রিকেট দুনিয়ার বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানকে নিয়ে লেখা বই ‘কাটার মাস্টার মোস্তাফিজ’। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বইটি মেলায় আনে রূপ প্রকাশন (২৭০-৭১ নং স্টল)।
বইটি যৌথভাবে লিখেছেন বিকেএসপির বাংলার শিক্ষক ড. শামীমুজ্জামান ও ক্রিকেটার সাকিবের ব্যাচমেট মু. খাদেমুল ইসলাম। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
বইটিতে তরুণ খেলোয়াড় মোস্তাফিজের শৈশব, কৈশোরের নানা কাহিনি, গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, খেলার মাঠের প্রশিক্ষণ, অর্জন সবই রয়েছ। রয়েছে মোস্তাফিজের খেলার জগতে পা রাখার পেছনের কথাও।
এছাড়া বইটিতে বিভিন্ন সময়ে তার দায়িত্বে থাকা কোচ এবং ভাইয়ের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। আছে কিছু দুর্লভ ছবিও।
রূপ প্রকাশনের স্বত্বাধিকারী কাজী আব্দুল হকের সঙ্গে কথা হয় বইটি প্রসঙ্গে। তিনি বলেন, একজন খেলোয়াড়কে কত কাঠ-খড় পুড়িয়ে খ্যাতি অর্জন করতে হয়, তার সবই পাওয়া যাবে মোস্তাফিজকে নিয়ে লেখা এই বইটিতে। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই খেলোয়াড়ের জীবনী পড়ে সবাই আনন্দ পাবে বলে আমার বিশ্বাস।
বইটি বিক্রির ব্যাপারে আশাবাদী উল্লেখ করে আব্দুল হক বলেন, ‘প্রকাশের আগেই পাঠকের কাছ থেকে নানাভাবে সাড়া পেয়েছি। আশা করছি ভালো কাটতি হবে বইটির। সব ধরনের পাঠকের কথা মাথায় নিয়েই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন