অমিতাভ নাতনির দুষ্টুমিতে স্যোসাল মিডিয়ায় ঝড়!
লিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা টিনএজার বয়সেই নভ্যা হামেশাই খবরের শিরোনাম হচ্ছেন। একেকবার একেক কারণে। এইবার শিরোনামে এলেন একেবারে অন্য কারণে। স্রেফ একটি ছবি। নন্দার এই দুষ্টুমি কাণ্ডে স্যোসাল মিডিয়ায় এখন ঝড় বইছে!
ভারতীয় গণমাধ্যমের খবর, বান্ধবীদের সঙ্গে মজা করেই একটি ছবি তুলেছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। ছবিটিতে নভ্যার সঙ্গে রয়েছেন তার আরও দুই বান্ধবী। সেই দু’জনের হাতে ধরা নকল ‘বুব্স’। সেই নকল স্তন নিয়ে নানাভাবে ছবি তুলেছেন তিনজন। বান্ধবীদের সঙ্গে মজা করে একটা ছবি তুলল আর সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
নভ্যার যে ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই ফেলেছে, সে ছবিতে তার সঙ্গে রয়েছে তার আরও দুই বান্ধবী। ওই দু’জনের এক জনের হাতে ধরা রয়েছে ‘নকল বুব্স’। এই নকল স্তন হাতে নিয়েই নানা ভঙ্গিতে ছবি তুলেছে তিন বন্ধু। একেবারে ‘লুজ কন্ট্রোল’ টাইপের ছবি। এই টিনেজ পার্টির ক্রেজি ছবি পোস্ট হতেই তাই হয়তো কিছুটা বেসামাল হয়েছে বলিউডের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













