অমিত হাসানের সঙ্গে জুটি বাঁধছেন মুনমুন


চলতি মাসের ১০ তারিখ শেষ হয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত নতুন ‘৫২ থেকে ৭১’ ছবির প্রথম ধাপের শুটিং। গাজীপুরে ছবিটির কাজ শুরু হয় গত মাসের ১৬ তারিখে।
পারিবারিক কারণে ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরও পরিচালকের আগ্রহে ছবিটিতে কাজ করছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। এই ছবিতে তিনি অভিনয় করছেন অমিত হাসানের বিপরীতে।
নতুন ছবি থেকে সরে যাওয়া এবং আবার কাজ শুরু করার বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছেন মুনমুন। তিনি বলেন, “গত মাসের ২৬ তারিখ আমার এই ছবির শুটিং করার কথা ছিল, পারিবারিক একটি ঝামেলার কারণে আমি চট্টগ্রাম থেকে আসতে পারছিলাম না। যে কারণে ‘৫২ থেকে ৭১’ ছবিতে অভিনয় করতে পারছিলাম না। ঢাকায় এসে দেখি ঝন্টু স্যার আমার চরিত্রে অন্য কাউকে নেননি। আমার অংশ বাদ রেখেই শুটিং করেছেন। আমি শুনে অনেকটাই লজ্জা পেলাম। সঙ্গে সঙ্গে আমি লোকেশনে গিয়ে শুটিং শুরু করি। দুদিন শুটিং করেছি। এমন হবে জানলে আমি সব কাজ ফেলে শুটিংয়ে চলে আসতাম।”
ছবির চরিত্রটি কেমন জানতে চাইলে মুনমুন বলেন, ‘এই ছবিটা মুক্তিযুদ্ধের আগের প্রেক্ষাপটের গল্প। যেখানে আমি কাজ করছি অভিনেতা অমিত হাসানের বিপরীতে। গল্পে দেখা যাবে, আমার আর অমিত ভাইয়ের মধ্যে গভীর প্রেম থাকে। এর মধ্যেই শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। এমন সময় অমিত হাসান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়। যে কারণে তাকে আমি ঘৃণা করতে শুরু করি। এর চেয়ে বেশি বলা যাবে না। কাজটি করতে আমার কাছে অনেক ভালো লাগছে। চলতি মাসের মধ্যে আমাদের এই ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে।’
একসময়ের আলোচিত নায়িকা মুনমুন দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও আবার চলচ্চিত্রে কাজ শুরু করেছেন তিনি। ‘৫২ থেকে ৭১’ ছবিটি ছাড়াও সরকারি অনুদানের আরেকটি ছবি ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’-এ অভিনয় করেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা ড্যানি সিডাক।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













