অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ কর্মসূচি চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এ অবস্থায় ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চলমান ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘বেতন কাঠামো চূড়ান্ত করার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের দাবি অনুযায়ী তা বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু তা করা হয়নি।’
দাবি আদায়ের ক্ষেত্রে আগামী ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচি পর্যবেক্ষণের পর প্রয়োজনে জরুরি সভা ডাকবে শিক্ষক সমিতি। এ কর্মসূচিতে দাবি আদায় না হলে আগামী ৩ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ অবস্থায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহছান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদার প্রশ্নে আমরা পরাজিত। অর্থমন্ত্রী মহোদয় যেভাবে বক্তব্য রেখেছেন, সেটা শিক্ষকদের জন্য অমর্যাদাকর। শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
সম্প্রতি সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে গত জুলাই থেকে তাঁদের বর্ধিত বেতন কার্যকর হয়। এ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। তাঁদের বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করে সমালোচিত হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন