অর্থমন্ত্রী: বিএনপি যেখানেই ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি যেখানেই ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল বলেছে। এখানে সরকারের কিছু বলার নেই।
শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি সরকারের চক্রান্ত্র- বিএনপির এমন দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের স্বার্থে বিরোধীদল থাকা উচিত। তারা সমালোচনা না করলে আমরা সচেষ্ট থাকব না। কিন্তু বিরোধীদলকে গঠনমূলক হতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে আগামীতে একটি গঠনমূলক বিরোধীদল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অর্থমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মাহমুদ উস সামদ চৌধুরী, জাতিসংঘের সাবেক স্থায়ী কমিটির সদস্য ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ নির্মাণে ভূমি দান করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন