অর্ধশত কোটি টাকা ঋণে করে উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
ঋণের মাধ্যমে তিনটি উড়োজাহাজ কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনটি বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ উরোজাহাজ কেনার জন্য ৭০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৬ কোটি টাকা।
সরকার থেকে সরকার (জি টু জি) প্রক্রিয়ায় কানাডার কাছে ঋণ নিয়ে তিন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং জানানো হয়েছে কানাডার কোম্পানি থেকেই কেনা হচ্ছে উড়োজাহাজ তিনটি।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারী বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে কানাডা থেকেই তিনটি উড়োজাহাজ কেনা হবে। প্রথমে ফরাসি-ইতালি ভিত্তিক এটিআর ৭২ এবং ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ কেনা সিদ্ধান্ত হলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এটিআর ৭২ এর পরিবর্তে ড্যাশ-৮ কিউ ৪০০ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ’
এদিকে, কানাডা থেকে এই তিন উড়োজাহাজ কিনতে ইতোমধ্যেই উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই কমিটি কানাডার উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের সাথে দরদামসহ বিভিন্ন বিষয়ে চুক্তি করবে।
এই তিন উড়োজাহাজ কেনা অনেক প্রয়োজন উল্লেখ করে এনামুল বারী আরও বলেছেন, ‘নতুন তিনটি উড়োজাহাজ এলে স্থানীয় ও আঞ্চলিক রুটে বিমান যোগাযোগ আরও বেগবান হবে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন