‘অলৌকিক হাতের উত্থান’ আখ্যা দিয়ে জমজমাট ভণ্ডামি ব্যবসা!
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আগুনের চর গ্রামে বেশ কিছু দিন আগে কেটে ফেলা একটি আমগাছের গোড়া থেকে গজিয়ে ওঠে হাতসদৃশ উদ্ভিদজাতীয় একটি ছত্রাক। এ ঘটনার পর একটি চক্র সেটিকে অলৌকিক হাত বলে প্রচার চালাচ্ছে। গড়ে তোলে হয়েছে মাজার। স্থানীয় একটি চক্র অপপ্রচার চালায়, অলৌকিক ওই হাত ধোয়া পানি পান করলে নাকি সব রোগ থেকে মুক্তি মিলবে। তাদের ভণ্ডামির ফাঁদে পড়ে প্রতিদিন প্রতারিত হচ্ছেন শত শত নারী-পুরুষ।
হাতের মতই দেখতে ছত্রাক জাতীয় ওই উদ্ভিদ। ওই ছত্রাককে অলৌকিক হাতের উত্থান বলে অপপ্রচারে নামে ভণ্ড চক্র।
জানা যায়, ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের আগুনেরচর এলাকায় মরহুম কিতাব আলীর পুকুর পাড়ে কয়েক বছর আগে কেটে ফেলা একটি আম গাছের গোড়ার নিচ থেকে মস জাতীয় দুটি ছত্রাক গজিয়ে ওঠে। ছত্রাক দুটির মধ্যে একটি দেখতে মানুষের হাত সদৃশ্য। ওই হাতের মত দেখতে ছত্রাককে স্থানীয় একটি চক্র অলৌকিক হাতের উত্থান বলে অপপ্রচার করছে এবং অলৌকিক ওই হাত ভেজানো পানি খেলে মানুষের সব রোগ ভাল হয়ে যাবে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা হাত সদৃশ্য ছত্রাকের জায়গাটি মাজার রুপে সাজিয়ে সেখানে স্থানীয় নাপিতেরচর গ্রামের মো. পলাশ নামের এক অর্ধ পাগলকে বসিয়ে তাকে দিয়ে আগন্তুকদের হাতে বোতল ভর্তি পানি দিচ্ছে এবং নগদ টাকা পয়সা আদায় করছে।
ওই অপপ্রচারে মুগ্ধ হয়ে কুসংস্কারাচ্ছন্ন শতশত মানুষ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন সেখানে এসে যে যার মতো করে টাকা দান করে বোতল ভরে পানি নিয়ে যাচ্ছে রোগ মুক্তির আশায়। আর কুসংস্কারাচ্ছন্ন ওইসব মানুষের আগমনকে আরও প্রাণবন্ত করতে স্থানীয় একটি চক্র সেখানে কিছু মানুষকে ডেকে এনে গান-বাজনা করাচ্ছে ও গাঁজার আসর বসিয়েছে। এছাড়াও স্থানীয় ওই চক্রটি মৃত আম গাছের গুড়িসহ হাতের মত ছত্রাকটি লাল সালু কাপড় ও রং বেরঙের জড়ি দিয়ে পেঁচিয়ে সেটিকে জিন্দা পীরের হাতের মাজার বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন