অসাধারণ এই ছটি উপায়ে ভালো লাগার মানুষকে বোঝান আপনার ভালোবাসা
আমি তোমাকে ভালবাসি! কথাটা বলা অন্তত সহজ হলেও গোটা জীবন এটা ধরে রাখাটা বেশ কষ্টের। শুধু ধরে রাখাটাও নয়, কীভাবে আপনার কাছের মানুষকে জানাবেন যে আপনি তাঁকে ভালোবাসেন? সেটাও প্রকাশ করা বেশ কষ্টসাধ্য কাজ। তবে সবসময় মুখে প্রকাশ করেই ভালোবাসা জানানো সম্ভব? না সম্ভব নয়। ভালোবাসা থাকলে সেটা অন্যভাবেও বোঝানো সম্ভব। তবে কীভাবে? জেনে নিন আপনার কাছের মানুষকে কীভাবে ভালোবাসার কথাটা জানাবেন?
কোনও অনুষ্ঠান বা পর্বের জন্য অপেক্ষা না করে সঙ্গীর পছন্দের খাবার রান্না করুন। খাবার টেবিলে সঙ্গীর পছন্দের খাবার রাখুন অথবা তার টিফিন বক্সে পছন্দের খাবার দিয়ে চমকে দিন। পাশাপাশি মজার কিছু লিখে বা চিরকুটে একান্ত গোপনীয় কোনও কৌতুক করতে ভুলবেন না।
সঙ্গী যদি কখনও খুব ক্লান্ত বা ব্যস্ত থাকে তাহলে তার কোনও একটি কাজ করে দিয়ে সাহায্য করুন। আবার সঙ্গীকে একটু বিশ্রাম বা অবসরের সুযোগ করে দিতেও আপনি তার কাজগুলো করে দিতে পারেন।
আপনার যাত্রা পথে না হলেও মাঝেমধ্যে সঙ্গীকে তার কর্মস্থলে বা অন্য কোথাও পৌঁছে দিতে যেতে পারেন। সঙ্গী যদি মনে করেন আপনি তার জন্য ঝামেলায় পড়ছেন তাহলে তাকে বুঝিয়ে বলুন, আপনি আসলে তার সঙ্গে সময় কাটাতে চাচ্ছেন।
সঙ্গীকে আপনার পছন্দের খাবার বা পিৎজার শেষ টুকরাটি খাওয়ার প্রস্তাব দিন। এতে সে বুঝতে পারবে যে, আপনি এই কাজটা কেবল তার জন্যই করছেন। যা আর কারও জন্য করবেন না।
আপনার সঙ্গী যাদের পছন্দ করে, যারা তার কাছে বেশ গুরুত্বপূর্ণ যেমন তার পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব ইত্যাদি এদের সঙ্গে আপনিও ভালো ব্যবহার করুন এবং আনন্দপূর্ণ সময় কাটান।
আপনার সঙ্গী পছন্দ করে যেমন- টিভিতে খেলা দেখা, ভিডিও গেম খেলা অথবা সে হয়ত শুধুই বসে আছে- এরকম কোনও ক্ষেত্রে তার সঙ্গে যোগ দিন। এরপর হালকা আলাপ বা কথাবার্তা চালিয়ে যেতে পারেন। এতে আপনি যে সঙ্গীর প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন তা সে উপলব্ধি করতে পারবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন