অসাম্প্রদায়িকতার বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ হতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের সকল অর্জণ ব্যর্থ হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদে দেশ যখন ভরে যাচ্ছিল, তখন আমরা তা কঠোর হস্তে দমন করেছি। অসাম্প্রদায়িকতার বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ হতে দেব না। আজ বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের যসলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী ভবন উদ্বোধনকালে প্রধান অতিধির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা সর্বস্তরের আলেমদের সাথে কথা বলেছি, তারা মসজিদে মসজিদে জঙ্গিবাদ বিরোধী কথা বলে জঙ্গিবাদকে নিরুসাহিত করতে মুসল্লিদের বুঝিয়েছেন। আমরা জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করেছি। কোন সন্ত্রাসী ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেইনি। প্রধনমন্ত্রীর নের্তৃত্বে আমরা এ জঙ্গিবাদ দমন করতে পেরেছি। বিশ্বে আজ যে ১৩ জন নেতা রয়েছেন, তাদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্ব নেতা। তাঁর নের্তৃত্বে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে।
তিনি আরো বলেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তোমার ভাল সময় কোনটি ছিল, তবে আমি বলবো ওই ৯ মাস, যখন আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। আজ যখন দেখি অন্য চিন্তা ধারার মানুষরা দেশকে ক্ষতি করতে চায় তখন ব্যথিত হই। বহু বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদের মধ্যে বহু পার্থক্য রয়েছে।
যসলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী আবু সাঈদ ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, পুলিশ সুপার জায়েদুল আলম, লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান, বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা শহিদুল ইসলাম লাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন