‘অসাম্প্রদায়িক এই দেশে জঙ্গিবাদের স্থান নেই’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং ১৫ আগষ্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা।এদের দোসররাই এখন রাজধানীর গুলশানে হলি আর্টিজান ও শোলাকিয়া হামলায় জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আজ জঙ্গিবিরোধী গণসচেতনামূলক কর্মসূচিতে একথা বলেছেন।
সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী গণসচেতনতা মূলক এক মানববন্ধনে এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য বলেন, ১৬ কোটি মানুষের এই দেশে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ অসম্ভব নয়। শুধু দরকার ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন, কেবল দেশে নয়, দেশের বাইরেও এ হামলা সংঘটিত হচ্ছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা এই সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তিনি তাদের অমানুষ বলে আখ্যায়িত করেন।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ যখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী এই অগ্রযাত্রাকে রুখে দিতে এই জঙ্গি হামলা চালাচ্ছে। জঙ্গিবাদকে রুখতে প্রত্যেক জায়গায় সচেতনভাবে সোচ্চার হতে হবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য এবং হল প্রাধ্যক্ষরা অংশ নেন। মানববন্ধনটি টিএসসি থেকে অপরাজেয় বাংলার সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত দীর্ঘ হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট,ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, ঢাবি কারিগরি কর্মচারী সমিতি, ঢাবি মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড,ঢাবি পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন