অসুস্থ মেয়েকে মাথায় নিয়ে নদী পাড়ি দিলেন বাবা!
শহরে আসার রাস্তা নেই, নেই দ্রুত যান চলাচলের ব্যবস্থা৷ অসুস্থ মেয়েকে মাথায় নিয়েই তাই নদী পেরিয়ে হাসপাতালে পৌঁছালেন বাবা৷ সেই ছবি এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল৷ ছোট্ট কৃষ্ণকে বাঁচাতে এই ভাবেই যমুনা পার হয়েছিলেন বসুদেব! সেই একই ছবি যেন ধরা পড়ল অন্ধ্রপ্রদেশে৷
মাওবাদী অধ্যুষিত আদিবাসী গ্রাম কুদুমসারিতে পাকা রাস্তা নেই৷ এমনকী, ভারি বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের অন্যান্য এলাকার মতোই ভেসে গেছে গ্রাম৷ শহরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন৷ এই পরিস্থিতিতে সতীবাবুর সদ্যোজাত অসুস্থ শিশুকে নিয়ে প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর একমাত্র উপায় ছিল ওই নদী পেরনো৷
শহরে যাওয়ার সব চেষ্টা বিফলে যাওয়ায় অসুস্থ সন্তানকে মাথায় নিয়ে নদী পেরিয়ে, আরও পাঁচ কিলোমিটার হেঁটে তিনি ওই চিকিৎসাকেন্দ্রে পৌঁছান৷ গ্রামবাসীদের নিষেধ উপেক্ষা করে সন্তানকে প্রাণে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সতীবাবু৷ প্রতিবেশীর বিপদে অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন আরও কয়েকজন আদিবাসী৷
যদিও, এই ঘটনার পর কুদুমসারি গ্রামের অনেকের মুখেই এখন প্রশ্ন সতীবাবু যা করলেন, সবাই কি তা করতে পারেন? তাই শহরের থেকে দূরে এই গ্রামের মানুষগুলো শুধু দাবি করছেন, শহরের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা গড়ে উঠুক এই আদিবাসী গ্রামগুলোতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন