অস্কার জয়ী যে অভিনেত্রী এবার পর্নো সিনেমা পরিচালনা করছেন!

উনি বিখ্যাত অভিনেত্রী। ১৯৯৫ সালে ”ডেড ম্যান ওয়াকিং ”সিনেমার জন্য অস্কার পুরস্কার জিতেছেন। অস্কারের পাশাপাশি বিশ্বের নানা নামিদামী পুরস্কার জিতেছেন। সেই সুসান সারনডন এবার তাঁর কেরিয়ারকে নতুন ঠিকানায় নিয়ে যেতে চান। কান চলচ্চিত্র উত্সবে এসে সুসান বলেছেন, তিনি এবার পর্নো সিনেমায় পরিচালক হিসেবে কাজ করবেন।
এর কারণ হিসেবে সুসান বলছেন, মেয়েদের জন্য দেখার মত ভাল পর্নো সিনেমা নাকি তৈরি হয় না। সুসানের দাবি সব পর্নোই হয় পুরুষদের কথা ভেবে। আর তাই তিনি এমন সব নতুন ধরনের পর্নো আনবেন তাঁর পরিচালিত সিনেমায় যা এই দুনিয়ায় এর আগে কখনও হয়নি। ৭০ বছরের সুসান বলছেন, এখনকার বেশিরভাগ পর্নোই বড় বেশি আক্রমণাত্মক। আর বছর দশেকের মধ্যে তিনি যে পর্নো বানাবেন তাতে নাকি শুধু ভালবাসা থাকবে। আর কিছু নয়।১৯৭০ সালে জো সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ হয়েছিল সুসানের।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন