অস্ত্রের মুখে ভেনেজুয়েলার টিম বাস অপহরণ
ছয়জন অস্ত্রধারী ভেনেজুয়েলার প্রথম বিভাগ ফুটবল লিগের একটি দলের টিম বাস সোমবার গভীর রাতে অপহরণ করে নিয়ে যায়।
রাতে খেলোয়াড়দের নিয়ে টিম বাসটি অ্যাওয়ে ম্যাচ খেলে ফিরছিল। রাত আড়াইটার দিকে ছয়জন অস্ত্রধারী টিম বাসটিকে অপহরণ করে।
রাতে ভেনেজুয়েলায় এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়।
কিন্তু মঙ্গলবার সকালে খেলোয়াড় ও কর্মকর্তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে যায় অস্ত্রধারীরা। কারো কারো পড়নের পোশাকও ছিনিয়ে নিয়ে যায় তারা। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তাদের খালি গায়ের ছবি দেখা যায়। এমন কী তাদের পায়ের জুতাও নিয়ে যায় অস্ত্রধারীরা।
এ বিষয়ে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী রাত ২.৩৫ মিনিটে অস্ত্রের মুখে টিম বাস অপহরণ করে নিয়ে যায়। তারা খেলোয়াড় ও কর্মকর্তাদের সবকিছু দিয়ে দিতে বলে। এটা নিয়ে কোনো ঝামেলা করলে গ্রেনেড মেরে সবাইকে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দেয়। যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়।’
এই ঘটনার পর দেশটির পেশাদার ফুটবলারদের সংগঠন থেকে শুরু করে সব পর্যায়ের সংগঠকরা আশঙ্কা প্রকাশ করে খেলোয়াড় ও দলের নিরাপত্তা জোরদারের দাবি তুলেছে। তাদের মতে, বিভিন্ন ক্লাব হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলতে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়ায়। তাদের যাত্রা বেশিরভাগ সময় রাতে হয়। তাই তাদের নিরাপত্তা যাতে আরো জোরদার করা হয়। ভবিষ্যতে এর থেকেও মারাত্মক কিছু ঘটতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন