আইএফআইসির পরিচালনা পর্ষদ থেকে বাদলকে অপসারণ
আমানতকারীদের স্বার্থবিরোধী কাজে যুক্ত থাকা ও নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় বেসরকারি ব্যাংক আইএফআইসির পরিচালনা পর্ষদ থেকে লুৎফর রহমান বাদলকে অপসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যাবস্থাপক এএফএম আসাদুজ্জামান। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বদলে তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। এছাড়া ব্যাংকটিতে নানা অনিয়মের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে তাকে অপসারণের করা হলো।
ব্যাংক কোম্পানি আইনের ১৯৯১ এর ৪৮(১) ধারার আওতায় গঠিত স্থায়ী কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই পরিচালককে অপসারণের নির্দেশ দিয়েছে।
ব্যাংকটিতে পরিচালনা পর্ষদের সদস্যের পাশাপাশি তিনি ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, আইএফআইসি ব্যাংকের পরিচালক লুৎফর রহমানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দায়েরকৃত নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার ছড়ানোর লক্ষে অর্থ সরবরাহের অভিযোগ প্রাথমিকভাবে আদালতে প্রমাণিত হয়েছে। বিদেশে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এই ব্যক্তি ব্যাংকের পর্ষদে অধিষ্ঠিত থাকায় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
পলাতক থাকায় ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৮টি পর্ষদ সভার কোনোটিতেই অংশ নেননি তিনি। তার অনুপস্থিতির কারণে ২০১৪ সালের ১৪ নভেম্বর পর নির্বাহী কমিটির আর কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি ঝুঁকি ব্যবস্থপনা কমিটির সভাও অন্যান্য পরিচালক দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাংলামেইল
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন