‘আইএস প্রতিষ্ঠার মূল কারিগর যুক্তরাষ্ট্র’
ইরাকের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও কারাবালা প্রদেশের সাংসদ ফেরদৌস আল-আওয়াদি বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)-কে নানাভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার ইরাকে মার্কিনীদের অন্যায় তৎপরতা সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘মসুলে জঙ্গি বিরোধী অভিযানে সহযোগিতার নামে মার্কিন বাহিনী ইরাকি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং জঙ্গিদের জন্য বিমান থেকে বিভিন্ন সামগ্রী ফেলেছে। যুক্তরাষ্ট্র জানে ইরাকি বাহিনীর বিজয় ঠেকানো যাবে না, এ কারণে তারা সেখানে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।’
ক্ষমতাসীন জোটের ওই এমপি আরও বলেন, ‘মসুলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে জঙ্গিদেরকে সহযোগিতা দেয়ার বিষয়টি নতুন কিছু নয়। এখনও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অবশ্য ইরাকি জনগণ মনেপ্রাণে বিশ্বাস করে যে, জঙ্গি গোষ্ঠী আইএস প্রতিষ্ঠার মূল কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারাও নানা সময় এ কথা স্বীকার করেছেন।’
ফেরদৌস আল-আওয়াদি আরও বলেন, ‘মার্কিন বাহিনীর আগ্রাসী তৎপরতা বন্ধ করতে হবে। ইরাকি জনগণের সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’
এদিকে, ইরাকের ইসলামি প্রতিরোধ জোট ‘আহলে হাক’ এর সামরিক মুখপাত্র জাওয়াদ আল তালইবাবি বলেছেন, সম্প্রতি মার্কিন জঙ্গি বিমান থেকে নিনেভা প্রদেশের তালআফারের পশ্চিমে জঙ্গিদের জন্য নানা ধরনের সামগ্রী ফেলেছে মার্কিন বাহিনী। সেখানে জঙ্গিদেরকে অবরোধ করে রেখেছে ইরাকের গণবাহিনী। জঙ্গিদের জন্য বিমান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী ফেলার ভিডিও ও ছবি রয়েছে বলে তিনি জানান।
সূত্র: পার্স টুডে
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন