আইএস যোগের অভিযোগে গ্রেফতার জাকির অনুগামী

ইসলামিক স্টেটে যুবকদের নিয়োগ করার অভিযোগে বুধবার রাতে গ্রেফতার করা হল আরশিদ কুরেশি নামের এক ব্যক্তিকে। ওই দিন রাতে কেরল পুলিশ এবং মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার যৌথ অভিযানে গ্রেফতার করা হয় আরশিদকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত।
যদিও এই বিষয়ে মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। একইসঙ্গে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকেও এই ব্যাপারে মন্তব্য করেনি ওই সংস্থার কোনও মুখপাত্র।
খবরটি সত্যি হলে এই এরশাদ কুরেশিই হবে গ্রেফতার হওয়া প্রথম ব্যক্তি যার সঙ্গে জাকির নায়েকের সংস্থার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আরশিদকে জিজ্ঞাসাবাদের জন্য কেরলে নিয়ে যাওয়া হবে।
কেরল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এবিন জ্যাকব নামের ২৫ বছর বয়সী এক যুবক অভিযোগ করেছেন যে তাঁর বোন মেরিন অ্যালিয়াস মারিয়াম এবং তাঁর স্বামী বেস্টিন ভিনসেন্ট অ্যালিয়াস ইয়াহিয়া দীর্ঘদিন ধরে নিখোঁজ। এই দু’জনকে এরশাদ বলপূর্বক ধর্মান্তরিত করে এবং আইএসে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করে। এবিনের অভিযোগের ভিত্তিতেই এরশাদকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন