শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইনের ফাঁক গলে বনানীতে ধর্ষণে অভিযুক্তরা যেন পার না পায়: গণজাগরণ মঞ্চ

বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামিরা যেন আইনের ফাঁক-ফোঁকর গলে পার না পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে বাকী তিন আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ‘খুনি ধর্ষকদের বিরুদ্ধে জাগ্রত বাংলাদেশ’ শীর্ষক ওই কর্মসূচির আয়োজন করে গণজাগরণ মঞ্চ।সমাবেশে বক্তব্য রাখেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, মানবাধিকার কর্মী ও ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, শিক্ষাবার্তা সম্পাদক এএন রাশেদা, ভাস্কর রাশা প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন: যখন কন্যা ধর্ষণের বিচার না পেয়ে পিতাকে আত্মহত্যা করতে হয়, প্রকাশ্যে চার তারকা হোটেলে নিয়ে দুজন তরুণীকে ধর্ষণ করে হোটেলের ভিডিও ফুটেজ মুছে দেওয়া হয়, আসামীরা পালিয়ে বেড়ায়, তাদের ধরার দাবিতে জনগণকে রাস্তায় নামতে হয়, ফেসবুকে লিখতে হয় তখন আসলে কনফিউজড (দ্বিধান্বিত) হয়ে যাই আমি কি মানুষ না অন্য কিছু। গায়ে চিমটি কেটে দেখতে হয়।

“হযরত আলী যখন তার কন্যা ধর্ষণের বিচার না পেয়ে সেই শিশুকন্যাসহ রেল লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন তখন দেশের সামগ্রিক চিত্র কিন্তু বোঝা যায় এই একটি ঘটনায়।”

এসময় তিনি তনু, রিশাসহ গত তিন বছরের প্রতিটি খুন-ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় এনে রায় বাস্তবায়নের দাবি জানান। এছাড়া হযরত আলী কেন আত্মহত্যা করলেন তা তদন্ত করে বের করার জন্য তিনি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। যাতে ভবিষ্যতে আর কাউকে এভাবে আত্মহত্যা করতে না হয়।

নারীনেত্রী খুশী কবির বলেন: ‘আসামিরা যত প্রভাবশালীই হোক আইনের ফাঁক-ফোঁকর গলে যেন বের হতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে ৬ মে মামলা গ্রহণ করে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। মামলার প্রধান আসামি সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে। অন্য আসামিরা হলেন তার দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং গাড়িচালক ও দেহরক্ষী। মামলার পর বনানী থানার পরিদর্শক মতিন এর তদন্তের দায়িত্ব পেয়ে আদালতে আবেদন করলেও পরে তদন্তকারী বদলানো হয়।

এই ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার রাত নয়টায় দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদেরকে ঢাকায় এনে রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রধান আসামিসহ অভিযুক্তদের বিচারের দাবিতে গণঅবস্থান কর্মসূচি থেকে দেশব্যাপী বিভাগীয় শহরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি

মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন

রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন

  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
  • আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
  • জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল
  • অবসরের চার বছর পর আইজিপি হলেন বাহারুল আলম
  • ধর্ম উপদেষ্টা: ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়
  • ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১,৬৬৪ কোটি টাকা
  • আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা