আইন না জেনে কখনোই পা রাখবেন না এই নগ্ন হোটেলে, আইন জেনে নিন..!!
লন্ডন আর মেলবোর্নের পর এবার টোকিওতেও এবার খুলতে চলেছে ন্যুড হোটেল। আগামি মাসের ২৯ জুলাই টোকিওতে আনুষ্ঠানিকভাবে সাধারণের জন্যে খুলে দেওয়া হবে নগ্ন এই রেস্তোরা।
কিন্তু এই রেস্তোরা খোলার আগেই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোড় উন্মাদনা। কিন্তু সবাই কি এই রেস্তোরাতে গিয়ে নগ্ন হতে পারবে? না, সবার জন্যে এই রেস্তোরার দরজা একেবারেই খুলবে না। এই রেস্তোরাতে যেতে গেলে অবশ্যই মানতে হবে ন্যুড হোটেলের নিয়ম।
একদিকে যেমন এই হোটেলে ঢুকতে গেলে দেখাতে হবে বয়সের প্রামাণ্য নথি। অন্যদিকে, শরীরে গঠনও হবে এই রেস্তোরায় এন্ট্রি হওয়ার অন্যতম গেট পাস। আর যাঁদের শরীরে রয়েছে ‘উল্কিপতন’, তাঁদের জন্য শুরু থেকে শেষ, এই রেস্তোরার এন্ট্রিতে থাকবে একটাই উত্তর, ‘না’। এছাড়াও আরও কি কি আইন রয়েছে এই হোটেলের?
প্রথমত, ‘ফ্যাটি পিপল’, মোটা মানুষের জন্য এই রেস্তোরা সর্বদাই বন্ধ। উচ্চতা অনুযায়ী দেহের ওজন দেখা হবে নগ্ন রেস্তোরার এন্ট্রি পয়েন্টে। দৈহিক উচ্চতা অনুযায়ী সর্বাধিক ১৫ কেজি পর্যন্ত বেশি ওজনে ছাড়, তারপরই ‘নো এন্ট্রি’।
দ্বিতীয়ত, এই রেস্তোরায় প্রত্যেক মহিলা-পুরুষের ‘লজ্জার স্থান’ ঢাকা থাকবে সূক্ষ্ম বসনে।
তৃতীয়ত, ১৬ থেকে ৬০-এই বয়সের মধ্যে থাকা মানুষই নগ্ন রেস্তোরায় মগ্ন হবার সুযোগ পাবেন। ১৬ বছরের কম বা ৬০ বয়সের বেশি বয়সীদের এখানে ‘নো এন্ট্রি’।
https://youtu.be/G_3lD5IMJNk
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন