আইপিএলের সর্বোচ্চ দামি খেলোয়াড় বেন স্টোকসকে চরম লজ্জা দিলেন ইমরান তাহির
একই দলে তারা। এবারের আইপিএলের সর্বোচ্চ দামি খেলোয়াড় বেন স্টোকস। সাড়ে চৌদ্দ কোটিতে তাকে দলে নেয় রাইজিং পুনে। এই দলে মামুলি দামেই চুক্তিবদ্ধ হন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার ইমরান তাহির।
তবে এবার মাঠের পারফর্মেই সতীর্থ হয়ে আসা আইপিএলের সর্বোচ্চ দামি খেলোয়াড় বেন স্টোকসকে চরম লজ্জা দিলেন ইমরান তাহির। নতুন আসরের আইপিএল শুরুটা দারুণ হয়েছে ইমরান তাহিরের। রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে প্রথম ম্যাচের ২৮ রানে ৩ উইকেটের পর আজ শনিবারও পেয়েছেন ২৯ রানে দুটি মূল্যবান উইকেট।
সব মিলে স্বীকৃত ঘরোয়া টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭৮ উইকেট পেয়েছেন এই দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার। এর মধ্যে ৬৩ টি উইকেট পেয়েছেন ফিল্ডারদের সহায়তা ছাড়া। অর্থাৎ ৬৩ বার ব্যাটসম্যানকে বোল্ড অথবা এলবিডব্লিউ করেছেন তাহির।
স্বীকৃত টি টোয়েন্টিতে একক প্রচেষ্টায় সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এটি। ২০১১ বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়া এই পাকিস্তানি বংশোদ্ভুত বোলার দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি টেস্ট, ৭৪টি ওয়ানডে এবং ৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।
ইমরান তাহির তার দ্বিতীয় ম্যাচেও পান দুটি উইকেট। রান দিচ্ছেন খুবই কম। অন্যদিকে স্টোকস বল হাতে পাচ্ছেন না উইকেট। রান ঢেলে দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। এরই মধ্যে এবারের আইপিএলে বেস্ট বোলিং পারফর্মে ইমরান তাহিরের নামস প্রবেশ করেছে। এটা স্টোকসকে অন্যরকম জবাব দেয়ার মত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন