আইপিএল খেলতে নেমেই নজিরবিহীন এক ঘটনা ঘটালেন রশিদ খান

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নজিরবিহীন ঘটনা ঘটছে। প্রথমবার আফগানিস্তানের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। আজ থেকে শুরু হয়েছে আইপিএলের দশম আসর। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচ খেলতে নেমেই প্রথম আফগান ক্রিকেটার হিসেবে নজিরবিহীন ঘটনার জন্ম দেন রশিদ খান।
আফগান ক্রিকেটার রশিদ খানের আজকের চমক শুরুটাই নয়। সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে বেঙ্গালুরুর শিবিরে প্রথম আঘাতটা করেছেন রশিদ খান। বেঙ্গালুরুর হিটার ওপেনার ব্যাটসম্যান মান্দীপ সিংকে বোল্ড আউট করে সাজঘরে পাঠিয়ে দেন আফগান এই তরুণ বোলার। সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলতে দেখা যাবে আফগান্তিানের আরেক ক্রিকেটার মোহাম্মদ নবিকেও। আজকের ম্যাচে তার অভিষেক হয়নি। হয়তো আগামী ম্যাচে হবে।
এই খবর লেখার সময় রশিদ খান ২ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরুকে ২০৮ রানের টার্গেট দিয়েছে হায়দরাবাদ। এখন জবাবে ব্যাট করছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন