আইপিএল খেলতে নেমেই নজিরবিহীন এক ঘটনা ঘটালেন রশিদ খান
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নজিরবিহীন ঘটনা ঘটছে। প্রথমবার আফগানিস্তানের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। আজ থেকে শুরু হয়েছে আইপিএলের দশম আসর। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচ খেলতে নেমেই প্রথম আফগান ক্রিকেটার হিসেবে নজিরবিহীন ঘটনার জন্ম দেন রশিদ খান।
আফগান ক্রিকেটার রশিদ খানের আজকের চমক শুরুটাই নয়। সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে বেঙ্গালুরুর শিবিরে প্রথম আঘাতটা করেছেন রশিদ খান। বেঙ্গালুরুর হিটার ওপেনার ব্যাটসম্যান মান্দীপ সিংকে বোল্ড আউট করে সাজঘরে পাঠিয়ে দেন আফগান এই তরুণ বোলার। সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলতে দেখা যাবে আফগান্তিানের আরেক ক্রিকেটার মোহাম্মদ নবিকেও। আজকের ম্যাচে তার অভিষেক হয়নি। হয়তো আগামী ম্যাচে হবে।
এই খবর লেখার সময় রশিদ খান ২ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরুকে ২০৮ রানের টার্গেট দিয়েছে হায়দরাবাদ। এখন জবাবে ব্যাট করছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন