‘আইপিলের পরই বিপিএল’
ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক টি-টোয়েন্টি আসরগুলো এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ক্রিকেট খেলুড়ে প্রায় সবকটি দেশেই এই আসটি হচ্ছে। কিন্তু জনপ্রিয়তার বিচারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হয়তো সবার ওপরেই থাকবে।
আইপিএল যদি প্রথম হয় তাহলে দ্বিতীয় স্থানে থাকবে কোন আসর? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি করছে, আইপিএলের পরই বিপিএলের অবস্থান।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বিপিএল এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। শুধু দেশেই নয় বিদেশেও এই টুর্নামেন্টের জনপ্রিয়তা রয়েছে। আমি বলব, জনপ্রিয়তার দিক থেকে আইপিএলের পরই বিপিএলের অবস্থান।’
এদিকে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে-ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন