আইভীর সমর্থনে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে জাসদ (ইনু) মেয়র প্রার্থী মোসলেহ উদ্দিন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
এসময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ব্যারিষ্টার মহিবুর রহমান চৌধুরী নওফেলসহ জাসদ নেতা আবদুস সাত্তার ও মোহর আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা গেছে, রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একজন মেয়র প্রার্থীসহ ১৪ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
২০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন সমর্থনে এলডিপির মেয়র প্রার্থী কামাল প্রধান এবং কল্যাণ পার্টির প্রার্থী রাসেদ ফেরদৌস কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করার কথা থাকলেও তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি।
দুপুরে কল্যাণ পার্টির মেয়র প্রার্থী রাসেদ ফেরদৌস সাংবাদিকদের জানান, দল থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তাই তিনি মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন প্রত্যাহারকৃত কাউন্সিলর প্রার্থীরা হলেন ১২ নম্বর ওয়ার্ডের সেলিম খান, ৯ নম্বর ওয়ার্ডের বদিউজ্জামান, ১১ নম্বর ওয়ার্ডের মঞ্জুর হোসেন, ১৮ নম্বর ওয়ার্ডের রাজিবুল ইসলাম, ৫নম্বর ওয়ার্ডের গোলাম মোহাম্মদ কায়সার, ২৫নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন এবং হেলাল উদ্দিন, ৪নম্বর ওয়ার্ডের নাজমুল হক, সোহেল রানা, সালামত মো: সাইফুল, ২৩ নম্বর ওয়ার্ডের আবদুল হালিম, ৬ নম্বর ওয়ার্ডের এস এম আসলাম, মজিবুর রহমান মন্ডল এবং ১৭নম্বর ওয়ার্ডের ফারজানা করিম।
এদিকে রোববার সকালে মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভি সিদ্ধিরগঞ্জ এলাকার দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বলেন, তিনি কোন প্রকার নির্বাচনী আচরণ বিধি লংঘন করেননি।
তিনি বলেন বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন মিথ্যা অভিযোগ আনছেন। তিনি বলেন আমি ৫ বছর সিটি করপোরেশনে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ করেছি। বিভিন্ন এলাকায় যাওয়ার সাথে সাথে এলাকার লোকজন স্বতস্ফুর্তভাবে বেড়িয়ে আসে। এটা আচরণ বিধি লংঘন হতে পারেনা।
তিনি বলেন, আমাদের দলের মধ্যে কোন বিরোধ নেই। দলের তৃনমুল থেকে শুরু করে সবাই এক সাথে নৌকার পক্ষে কাজ করছে।
বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন বিকেলে সাংবাদিকদের জানান, তার দলের প্রতিটি নেতা-কর্মী প্রতীক বরাদ্দের পর থেকে এক হয়ে তার পক্ষে কাজ করবে।
বর্তমানে এনসিসি নির্বাচনে মেয়র পদে ৭জন এবং কাউন্সিলর পদে ১৫৭জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সোমবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন