আইসিইউতে মা-বাবার বিয়ে : অতঃপর মেয়ের কাণ্ড!
মৃত্যুর আগেই হাসপাতালের আইসিইউতে বসে বিয়ে করেছেন জুবাল কিরবি।দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ফুসফুসের রোগে ভূগছেন।৪৯ বছর বয়সী জুবাল কিরবি দীর্ঘদিন ধরেই ভুগছেন পালমোনারি ফাইব্রোসিস রোগে। তিন সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ‘ক্যারোলিনাস মেডিক্যাল সেন্টার’ হাসপাতালে। এখনও তার কোন উন্নতি হয়নি।
তাঁর জীবন ফুরিয়ে আসছে দ্রুত বুঝতে পেরে ২৬ বছর ধরে যাঁর সঙ্গে ঘর করছেন, সেই কলিন কারবিকে জুবাল বিয়ে করলেন হাসপাতালেই।
গত সোমবারই হাসপাতালে জুবালকে বিয়ে করেছেন কলিন। বিয়েটা এতোই তাড়াতাড়ি সেরে ফেলতে হয়েছে যে, তাঁদের কুড়ি বছর বয়সের মেয়ে কাইলা মা-বাবার সেই বিয়েতে হাজির থাকতে পারেননি। কিন্তু অনেকেই ছিলেন সেই বিয়েতে। ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মীরা। কলিন-জুবালের আত্মীয় আর সাংবাদিকরা।
তবে মেয়ে কাইলার বিয়েতে হাজির থাকতেই হবে তার বাবাকে। তাই কাইলা তাঁর বিয়ের দিন অন্তত সাত মাস এগিয়ে এনেছেন। ড্যানিয়েল হেইলির সঙ্গে কাইলার বিয়েটা হওয়ার কথা ছিল আগামী বছরের জুলাইয়ে। কিন্তু, বাবা জুবাল আর কত দিন বাঁচবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকায় কাইলা এগিয়ে নিয়ে এসেছেন তাঁর বিয়ের দিন। আগামী মাসেই কাইলা বিয়ে করছেন ড্যানিয়েলকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন