আওয়ামী লীগে ৫০০ বিএনপি-জামায়াতকর্মী যোগদেন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন।
তবে তাদের দলে নেওয়া হবে কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি স্থানীয় আওয়ামী লীগ। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর পার্ক চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পাঁচবিবি উপজেলা জামায়াতের মসলিশে সুরার কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই জামায়াত নেতা।
সংবাদ সম্মেলনে যোগদানকারী নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। উপজেলার কুসুমবা ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দশম সংসদের এক বছর পূর্তির দিন থেকে দেশব্যাপী পেট্রোল বোমা ও হাতবোমা হামলার ঘটনায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ কারণে আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আওয়ামী লীগে নেওয়া হবে কি না তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিষয়টি জানানো হবে।
পরে এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় বৈঠকে বিষয়টি অনুমোদন প্রাপ্তির পরই কেবল তারা আওয়ামী লীগের সদস্য হতে পারবেন বলে জানান দুদু।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন জয়পুরহাট জেলা সভাপতি সামছুল আলম দুদু, পাঁচবিবি উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্থানীয় নেতা আবু সাঈদ আল মাহবুব চন্দন, আবু বকর সিদ্দিক, রেজাউল করিম প্রমুখ। এছাড়া আওয়ামী লীগে যোগদানে ইচ্ছুক বিএনপি-জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
জয়পুরহাটে ধর্ষক সুইটের বিচার দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
স্বামীর সঙ্গে অভিমান করে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ!
স্বামীর সঙ্গে অভিমান করে জয়পুরহাটের সদর উপজেলায় শিশু মেয়েকে নিয়েবিস্তারিত পড়ুন
শিশুর লাশ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকেবিস্তারিত পড়ুন