আক্রান্ত হলেই গুলি চালানোর নির্দেশ পুলিশকে
আক্রান্ত হলেই গুলি চালাতে পারবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে ডিএমপির বিভিন্ন বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারদের এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
গতকালই চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার গণমাধ্যমকে প্রকাশ্যে এ কথা জানিয়েছিলেন।
বুধবার সকালে আশুলিয়ার নন্দন পার্কের সামনে চেকপোস্টে শিল্প পুলিশ সদস্য মুকুল হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ছাড়া গত ২২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গাবতলীতে তল্লাশি চালানোর সময় নিহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লা। এসব বিষয় নিয়ে গতকাল বৈঠকে বসেন পুলিশের সিনিয়র কর্মকর্তারা।
বৈঠকে যেসব নির্দেশনা দেওয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে, পর্যাপ্ত লোকবল বা পুলিশ সদস্য না থাকলে তল্লাশি চৌকি বসানো যাবে না; তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হবে; তল্লাশি চৌকিতে অন্তত একটি অস্ত্র গুলিভর্তি থাকতে হবে এবং আক্রান্ত হলে অনুমতির অপেক্ষা না করেই গুলি চালাতে হবে।
জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, বুধবার একটি বৈঠক হয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই।
এদিকে পুলিশ সদর দপ্তর থেকে একই ধরনের নির্দেশনা সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













