আগামীকাল হরতালের মধ্যেও চলবে এসএসসি পরীক্ষা
হরতালের মধ্যেও আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) যথাসময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা চলবে। পরীক্ষা ও এ সংক্রান্ত সবকিছু হরতালের আওতামুক্ত থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান।
মাহাবুবুর রহমান জানান, হরতাল আহবানকারীরা পরীক্ষা ও এ সংক্রান্ত সবকিছু হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। তাই আগামীকাল মঙ্গলবার হরতাল হলেও পরীক্ষার রুটিন অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে সিপিবি-বাসদ।
গত শুক্রবার দুপুরে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন