আগামী এক সপ্তাহ প্রত্যেক দিন অবশ্যই করুন এই একটি কাজ। না হলেই সর্বনাশ
যদি নিয়ম করে সপ্তাহের প্রতিটি দিন সংশ্লিষ্ট দেব-দেবীর জন্য কোনও বিশেষ ব্রত রাখা যায়, তা হলে সেই দেবতা বা দেবী তুষ্ট হন। শুধু তা-ই নয়, এই কাজ করলে জীবনে সৌভাগ্যের বর্ষণ শুরু হয়।
হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রত্যেকটি দিন কোনও না কোনও দেবতার নামে সমর্পিত। শাস্ত্রে বলা হয়, যদি নিয়ম করে সপ্তাহের প্রতিটি দিন সংশ্লিষ্ট দেব-দেবীর জন্য কোনও বিশেষ ব্রত রাখা যায়, তা হলে সেই দেবতা বা দেবী তুষ্ট হন। শুধু তা-ই নয়, এই কাজ করলে জীবনে সৌভাগ্যের বর্ষণ শুরু হয়, দুর্ভাগ্য দূরীভূত এবং অসময় বা দুঃসময়ের পরিধি কমে আসে। ঠিক কী ধরনের ব্রত রক্ষার কথা বলা হচ্ছে শাস্ত্রে? শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশেষ কিছু নয়, প্রত্যেকটা দিন এক একটি বিশেষ রং-এর জামাকাপড় পরলেই সন্তুষ্ট করা যাবে সেই দিনের দেব বা দেবীকে। কোন দিন কোন রং-এর জামাকাপড় পরা উচিত? আসুন, জেনে নেওয়া যাক, কী বলছে শাস্ত্র—
১. সোমবার: সোমবার ভগবান শিবের নামে সমর্পিত। আর শিবের প্রিয় রং হল সাদা। কাজেই সোমবার সাদা রং-এর পোশাক পরা, কিংবা সাদা জিনিসপত্র কেনা শুভ বলে প্রতিপন্ন হয়।
২. মঙ্গলবার: মঙ্গলবার মঙ্গলগ্রহ এবং হনুমান জি-কে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। এই দিনে লাল রং-এর পোশাক পরা, এবং লাল রং-এর জিনিস ব্যবহার করলে শ্রী হনুমানের কৃপালাভ সম্ভব।
৩. বুধবার: বুধবারের পূজনীয় হলেন শ্রী গণেশ এবং বুধ গ্রহ। এই দিনের শুভ রং হল সবুজ। বুধবার সবুজ রং-এর পোশাক পরলে সৌভাগ্যের মুখ দেখা সম্ভব।
৪. বৃহস্পতিবার: বৃহস্পতিবার হল ভগবান বিষ্ণুর দিন, এবং এ দিনের গ্রহ হলেন বৃহস্পতি। হলুদ রং-এর জামাকাপড় পরা, অথবা হলুদ বেডকভারে শোয়া বা হলুদ টাওয়েল ব্যবহার করা এই দিনের পক্ষে অত্যন্ত শুভ।
৫. শুক্রবার: শুক্রবারের পূজনীয় দেবতা হলেন শুক্রদেব। এই দিনও সাদা রং-এর পোশাক পরা অত্যন্ত ভাল। এ ছাড়া রংবেরং-এর কোনও কাপড় ঘরের পুজোর জায়গায় রেখে দেওয়াও শুভ।
৬. শনিবার: শনিবার সমর্পিত শনিদেবের প্রতি। তাঁর প্রিয় রং হল কালো। কাজেই এই দিন কালো রং-এর পোশাক পরা, অথবা কালো রং-এর কোনও সিনারি ঘরের সিঁড়ির কাছে রেখে দেওয়া সৌভাগ্যসূচক।
৭. রবিবার: রবিবার হল সূর্যদেবের দিন। এই দিন গোলাপি রং-এর পোশাক পরা এবং গোলাপি রং-এর জিনিসপত্র ব্যবহার করার অভ্যেস আপনার জীবন বদলে দিতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন